প্রকাশ্যে হিন্দুদের খুন করা হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। ভোট যত এগিয়ে আসছে, বাংলাদেশে ততই সংখ্যালঘু নির্যাতন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হল ব্রিটেনের পার্লামেন্টে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের এমপি বব ব্ল্যাকম্যান।
ব্ল্যাকম্যান বলেন, "এই কক্ষের দলনেতা বিদেশ সচিবের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাস্তায় হিন্দুদের খুন করা হচ্ছে। তাঁদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অন্য ধর্মীয় সংখ্যালঘুদেরও একই ভাবে নির্যাতন করা হচ্ছে।"
আসন্ন নির্বাচনে আওয়ামি লিগের না-লড়া নিয়েও ব্ল্যাকম্যান বলেন, "জনমত সমীক্ষায় ৩০ শতাংশের সমর্থন থাকা সত্ত্বেও আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের কট্টরপন্থীরা চাইছে বাংলাদেশের সংবিধানই বদলে দিতে।"
বাংলাদেশের নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে ব্রিটেনের সরকার কী পদক্ষেপ করবে, সে ব্যাপারে বিদেশ সচিবের কাছে বিশদে জানতেও চেয়েছেন ব্ল্যাকম্যান। প্রসঙ্গত, হাসিনার দলকে নিষিদ্ধ করা নিয়ে গত সপ্তাহেই বাংলাদেশের মহম্মদ ইউনুসের সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের চার সাংসদ। তাঁদের বক্তব্য, আওয়ামি লিগের মতো দলকে বাদ রেখে নির্বাচন করানো হলে তা মোটেই গণতান্ত্রিক নির্বাচন বলে বিবেচিত হতে পারে না।
