সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আসছেন টেসলা ও স্পেসএক্সের সিইও মার্কিন ধনকুবের এলন মাস্ক। শুক্রবারই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেকথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্টও করেন মোদি। এবার সেই পোস্টটি রিটুইট করে মাস্ক জানিয়ে দেন, তিনি ভারতে আসছেন। এবছরের শেষের দিকে তিনি এদেশে আসতে পারেন বলে জানিয়েছেন ধনকুবের।
মাস্ক লিখেছেন, 'প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পেরে সম্মানিত। আমি এবছরের শেষদিকে ভারতে আসতে আগ্রহী।' প্রসঙ্গত, শুক্রবারই মোদি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, 'এলন মাস্কের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি আমার। এর মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে আলোচিত বিষয়গুলিও রয়েছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিরাট সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই ক্ষেত্রগুলিতে আমেরিকার সাথে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।'
বলে রাখা ভালো, সম্ভবত শিগগিরি টেসলা এদেশের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে। তার আগেই মোদি ফোন করলেন তাঁকে। পালটা নিজেই ভারতে আসার আগ্রহ প্রকাশ করলেন মাস্ক। যা থেকে ওয়াকিবহাল মহলের অনুমান, হয়তো শিগগিরি এই বিষয়ে পাকাপাকি কোনও সিলমোহর পড়তে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে মাস্কের ব্যবসা নিয়ে আপত্তি জানিয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল মাস্কের। কথা হয়েছিল নানা বিষয়ে। বৈঠকে উঠে এসেছিল মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কারের মতো নানা দিক। সেবার এক্স হ্যান্ডলে লিখতে গিয়ে মোদি লেখেন, ‘ওয়াশিংটনে এলন মাস্কের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি সম্পর্কে ওঁর প্যাশন রয়েছে, যেমন মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার। আমি কথা বললাম ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’ প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে।’
