সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি উৎসবে ভয়ংকর জঙ্গি হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১২ জনের। তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারত। যদি না জীবন বাজি রেখে এক জঙ্গির বন্দুক কেড়ে নিতে সক্ষম হতেন এক প্রৌঢ়। ওই ব্যক্তির দুঃসাহসিকতার সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিং-এর ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে চলেছে এক জঙ্গি। সেই সময় রাস্তার পাশে দাঁড়ানো গাড়িকে আড়াল করে গুঁড়ি মেরে জঙ্গির একেবারে পিছনে এসে দাঁড়ায় এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার উপর। এরপর বিশেষ কৌশলে জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তার দিকেই তাক করে। অস্ত্র শূন্য হয়ে এরপর অসহায় ভাবে জঙ্গিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। দাবি করা হচ্ছে, বন্দুক কেড়ে না নিলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। ওই ভিডিওতেই দেখা গিয়েছে আরও এক জঙ্গিকে যে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ছে।
পুলিশ জানিয়েছে, এদিন বন্ডি বিচে শিশু পার্কের কাছে আয়োজন করা হয়েছিল ইহুদিদের ‘হানুককাহ’ উৎসব। সেখানেই হামলা চালায় বন্দুকবাজ। তদন্তকারীরা বলছেন, মাস খানেক ধরে পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। গুলির শব্দ পাওয়া মাত্র পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পালটা গুলি চালানোয় মৃত্যু হয়েছে এক বন্দুকবাজের। আরেক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বন্ডি সৈকতে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছি। ইহুদিদের উৎসব হানুক্কাহ উদযাপনের সময়ে এই হামলা চালানো হল। এই ঘটনায় যাঁরা নিহত হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা গোটা ভারতবাসীর তরফে। এই সময়ে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে আছি।”
