shono
Advertisement

বিজয় মালিয়ার প্রত্যর্পণ মঞ্জুর করল ব্রিটেন

খুব শীঘ্রই দেশে ফেরানো হবে লিকার ব্যারনকে৷ The post বিজয় মালিয়ার প্রত্যর্পণ মঞ্জুর করল ব্রিটেন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:42 PM Feb 04, 2019Updated: 09:42 PM Feb 04, 2019

নন্দিতা রায়: অবশেষে বিজয় মালিয়াকে প্রত্যর্পণ রাজি হল ব্রিটেন৷ সোমবারই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক মালিয়াকে ভারতের হাতে প্রত্যর্পণ মঞ্জুর করে৷ ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব এদিন প্রত্যর্পণের বিষয়টি জানান। প্রত্যর্পণের নথিপত্রেও তিনি স্বাক্ষর করেন বলে জানা গিয়েছে। এই প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে আবেদন করার জন্য ১৪ দিন সময় পাবেন মালিয়া। খুব শীঘ্রই দেশে ফেরানো হবে লিকার ব্যারনকে৷ সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে বড়সড় সাফল্য পেল মোদি সরকার৷

Advertisement

[‘নেপাল-ভুটান তো ভারতেরই অংশ’, বেফাঁস মন্তব্যে হাসির খোরাক ট্রাম্প]

প্রত্যার্পণ মামলায় এমনিতেই বেশ চাপে ছিলেন মালিয়া। সম্প্রতি তাঁর বেশ কিছু দাবি খারিজ করে দেয় ইংল্যান্ডের আদালত। এমনকী একে একে তাঁর সম্পত্তির বেশ কিছু অংশও বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ব্যাংক থেকে নেওয়া ঋণের ১০০ শতাংশ টাকাই ফেরত দিতে চান মালিয়া। উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্সের মালিকের বিরুদ্ধে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ২০১৬ সালে ভারত ছেড়ে পালিয়ে যান মালিয়া। তখন থেকে তিনি ব্রিটেনেই রয়েছেন। মালিয়ার বিরুদ্ধে একাধিক ঋণখেলাপি এবং প্রতারণা মামলা চলছে ভারতের আদালতগুলিতে। ইংল্যান্ডের আদালতেও তাঁর বিরুদ্ধে চলছে প্রত্যার্পণ মামলা। এরই মধ্যে নতুন করে ভারতের সংবাদমাধ্যম এবং সরকারকে কাঠগড়ায় তুললেন লিকার ব্যারন। তাঁর অভিযোগ, অহেতুক তাঁকে ঋণখেলাপি বলে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে ভারতের সংবাদমাধ্যম এবং রাজনৈতিক দলগুলি। এর আগেই তিনি কর্ণাটক হাই কোর্টে একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব কেন গ্রহণ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মালিয়া।

The post বিজয় মালিয়ার প্রত্যর্পণ মঞ্জুর করল ব্রিটেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement