shono
Advertisement
Hamas

৩৪ জন পণবন্দিকে ছাড়তে রাজি হামাস! 'তালিকাই পাইনি', বলছেন নেতানিয়াহু

দাবি, মুক্তি পেতে চলা পণবন্দিদের মধ্যে রয়েছেন ইজরায়েলের মহিলা, শিশু. বয়স্ক এবং অসুস্থ পণবন্দিরা।
Published By: Biswadip DeyPosted: 08:38 PM Jan 07, 2025Updated: 08:40 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর পেরিয়ে গিয়েছে যুদ্ধের। হামাস নিধনে গাজায় রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েল। এখনও থামেনি লড়াই। এই পরিস্থিতিতে হামাসকে আগে জানাতে দেখা গিয়েছে যে, লড়াই না থামা পর্যন্ত কোনও পণবন্দিকে ছাড়তে রাজি নয় তারা। কিন্তু এবার সুরবদল তাদের। তাদের দাবি, ৩৪ জন পণবন্দিকে ছাড়তে চলেছে তারা। কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পালটা দাবি, মুক্তি পেতে চলা পণবন্দিদের কোনও তালিকাই তাঁদের দেয়নি হামাস।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, মুক্তি পেতে চলা পণবন্দিদের মধ্যে রয়েছেন ইজরায়েলের মহিলা, শিশু. বয়স্ক এবং অসুস্থ পণবন্দিরা। ইজরায়েলের দেওয়া তালিকা থেকে ৩৪ জনকে বেছে নিয়েছে হামাস। তবে সেই সঙ্গে এটাও জানানো হয়েছে, এক্ষেত্রে হামাসের একটি শর্ত রয়েছে। পণবন্দিদের সঙ্গে আলোচনা এবং মৃতদের শনাক্ত করতে তাদের এক সপ্তাহ সময় লাগবে। এই সময়ের মধ্যে ইজরায়েলি সেনাবাহিনীর কাছে শান্তিপূর্ণ পরিবেশের অনুরোধও করেছে তারা। বহু সংবাদ সংস্থার রিপোর্টে এমন দাবি করা হয়েছে। কিন্তু নেতানিয়াহু জানাচ্ছেন, হামাসের কাছ থেকে মুক্তি পেতে চলা পণবন্দিদের তালিকা পাঠানো হয়নি।

গত বছরের ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তার পর থেকেই লড়াই জারি রয়েছে গাজায়। এই সময়ে কেবল হামাস নয়, নেতানিয়াহুকে পড়তে হয়েছে ইজরায়েলের নাগরিকদের রোষের মুখেও। তাঁদের দাবি, পণবন্দিদের মুক্ত করতে যথাসাধ্য করছেন না প্রধানমন্ত্রী। পণবন্দিদের মৃত্যু নিয়ে সকলের কাছে ক্ষমাও চাইতে হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে।  এদিকে যত দিন গিয়েছে ততই আরও দীর্ঘ হয়েছে গাজায় থাকা পণবন্দি ঘরে ফেরার অপেক্ষা। যা নিয়ে প্রতিনিয়ত ইজরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাছেন হাজার হাজার মানুষ। এর মাঝেই শোনা গেল এমন খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হামাসের দাবি, ৩৪ জন ইজরায়েলি পণবন্দিকে ছাড়তে চলেছে তারা।
  • কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পালটা দাবি, মুক্তি পেতে চলা পণবন্দিদের কোনও তালিকাই তাঁদের দেয়নি হামাস।
  • জানা যাচ্ছে, মুক্তি পেতে চলা পণবন্দিদের মধ্যে রয়েছেন ইজরায়েলের মহিলা, শিশু. বয়স্ক এবং অসুস্থ পণবন্দিরা।
Advertisement