shono
Advertisement
Donald Trump

'বাথরুম থেকে বেরিয়েই দেখি ট্রাম্প অন্তর্বাস খুলে আমার বেডরুমে', আদালতে বিস্ফোরক স্টর্মি

ট্রাম্পকে দেখা যায় আদালতে বসে ঘনঘন মাথা নাড়তে এবং বিড়বিড় করতে।
Posted: 09:44 AM May 08, 2024Updated: 09:47 AM May 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে দেখলে নাকি নিজের মেয়ের কথা মনে পড়ত ট্রাম্পের। আলাপের প্রথমদিকে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে একথাই জানিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে এমনটাই জানালেন স্টর্মি। সেই সঙ্গেই তিনি বিস্তারিত বর্ণনা দিলেন ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন অভিসারের। তিনি যখন এই বিষয়ে বিশদে বলছিলেন, সেই সময় ট্রাম্পকে দেখা যায় ঘনঘন মাথা নাড়তে এবং বিড়বিড় করে কটুবাক্য বলতে।

Advertisement

বিচারক জুয়ান মার্চানের সামনে স্টর্মিকে বলতে শোনা যায়, ''আমি যখন বাথরুমের দরজা খুলে বাইরে এলাম দেখতে পেলাম তিনি আমার বেডরুমে। ওঁর উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল। উনি অন্তর্বাস পর্যন্ত নামিয়ে রেখে আমার জন্য অপেক্ষা করছিলেন বিছানার প্রান্তে।'' স্টর্মি নিজে সেই সময় কেমন অবস্থায় ছিলেন? তিনি জানাচ্ছেন, ''আমার জামাকাপড় আর জুতো সবই খোলা ছিল। মনে হয় স্রেফ ব্রা পরা ছিল।'' ট্রাম্প কি কন্ডোম ব্য়বহার করেছিলেন? স্টর্মির উত্তর, ''না।'' আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে এভাবেই তাঁর যৌন অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দিলেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস (Stormy Daniels)। স্বাভাবিক ভাবেই সেই সময় বার বার তাঁকে বাধা দিতে থাকেন ট্রাম্পের আইজীবী। ট্রাম্পও অস্বস্তিতে ভুগে বার বার মাথা নাড়ছিলেন।

 

ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি যা অভিযোগ করেছেন, তা বার বারই খণ্ডন করেছেন বর্ষীয়ান নেতা। সেই তাঁকে এদিন আদালতে বসে স্টর্মির অভিযোগ বিস্তারে শুনতে হল আদালতে বসেই। স্টর্মির দাবি, ট্রাম্প তাঁকে 'হানিবাঞ্চ' বলে ডাকতেন। ফোনেও এমন সব কথা বলতেন, অনেক সময়ই স্পিকারে রেখে বন্ধুদেরও শোনাতেন স্টর্মি। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে আগে ট্রাম্প নাকি খবর নিয়েছিলেন, কীভাবে যৌনরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে পরীক্ষা করেন স্টর্মি। একমাস অন্তরই পরীক্ষা হয় বলেও তাঁকে জানান পর্নস্টার।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]

এমনকী, ট্রাম্প নাকি স্টর্মিকে বলেছিলেন, তাঁকে দেখলে তাঁর নিজের মেয়ের কথা মনে পড়ে। কেননা স্টর্মিও ট্রাম্প কন্যার মতোই স্মার্ট ও ব্লন্ড। যদিও সব অভিযোগ উড়িয়ে একে 'মিথ্যাচার' বলেই দাবি ট্রাম্পের আইনজীবীদের। কিন্তু বিচারক শুনানি বন্ধের আর্জি উড়িয়ে দেন। তবে এটাও মেনে নেন, সব কিছু বিস্তারে না বললেও চলে।

[আরও পড়ুন: টাইটানের শেয়ারে বিরাট ধসের জের, একদিনে ৮০০ কোটি খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে দেখলে নাকি নিজের মেয়ের কথা মনে পড়ত ট্রাম্পের। আলাপের প্রথমদিকে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে একথাই জানিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।
  • মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে এমনটাই জানালেন স্টর্মি।
  • সেই সঙ্গেই তিনি বিস্তারিত বর্ণনা দিলেন ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন অভিসারের।
Advertisement