shono
Advertisement

Breaking News

‘আমি বড় একা’, ক্রিসমাসে বিষণ্ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

যিশুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। The post ‘আমি বড় একা’, ক্রিসমাসে বিষণ্ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Dec 25, 2018Updated: 09:09 PM Dec 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত  সপ্তাহ থেকে ‘শাট ডাউন’ শুরু হয়েছে মার্কিন মুলুকে৷ বন্ধ বেশিরভাগ সরকারি অফিস৷ আর দেশের এই বেহাল অবস্থায় হতাশ হয়ে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সমগ্র বিশ্ব যখন উৎসবে গা ভাসিয়েছে, তখন মন খারাপ হোয়াউট হাউসের বাসিন্দার৷ সোমবার টুইট করে নিজের মনের অবস্থা জানিয়েছেন ট্রাম্প৷ 

Advertisement

[ফের সন্ত্রাসের ছোবলে রক্তাক্ত কাবুল, মৃত অন্তত ৪৩]

ক্রিসমাসের আগের রাতে মার্কিন প্রেসিডেন্টের টুইট, ‘‘হোয়াইট হাউজে ডেমোক্র্যাটদের অপেক্ষায় একা বসে আছি। যাতে তারা  এলে সীমান্তের সুরক্ষা নিয়ে আলোচনা করতে পারি।’’  মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়া নিয়ে বিবাদ চরমে উঠেছে মার্কিন মুলুকে৷ ডেমোক্র্যাটদের আপত্তিতে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাওয়া যায়নি। এরপরই খেপে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকানরা৷ ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে যায় মার্কিন কোষাগার৷ মার্কিন মুলুকে বন্ধ হয়ে গিয়েছে সরকারি কাজকর্মও৷ ফলে ক্রিসমাসের আগেই ছুটিতে পাঠানো হয়েছে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কর্মীকে৷ এবং পারিশ্রমিক ছাড়া কাজ করতে হচ্ছে ৪ লক্ষ কর্মীকে৷

[ভারতীয় সেনা ছাউনিতে হামলার উদ্দেশ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক সেনার]

এখানেই শেষ নয়, ক্রিসমাসেও বিতর্ক পিছু ছাড়েনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সান্তা ক্লজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলায় বির্তকের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ বড়দিনের আগের রাতে হোয়াইট হাউজ থেকে শিশুদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প৷ ফোনালাপে কোলম্যান নামে একটি শিশুকে প্রভু যিশুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন ট্রাম্প৷ বলেন, ‘‘হ্যালো, কোলম্যান? কেমন আছ তুমি? বয়স কত তোমার? ভাল করে পড়াশোনা করছ তো? তুমি কি এখনও সান্তা ক্লজে বিশ্বাস করো?” ট্রাম্পের এই কথোপকথনের ফুটেজই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা ঘিরে তুঙ্গে বিতর্ক৷

The post ‘আমি বড় একা’, ক্রিসমাসে বিষণ্ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement