সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। ইতিমধ্যেই রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন দিল্লির দূতেরা। আর সেখানে তাঁরা সোচ্চার হলেন পাকিস্তানের কুৎসিত চক্রান্ত নিয়ে।
মস্কোতে ডিএমকে সাংসদ কানিমোজিকে বলতে শোনা গিয়েছে, ''একটা ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে যে, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। বারবার এই কথা বলে চলেছে তারা। আমরা পরিষ্কার করে দিতে চাই আসল সত্যিটা। সেই সঙ্গেই আমরা জানাতে চাই, ভারতকে পরমাণু হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা যাবে না। আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য লড়ব। আর একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ভারত শান্তির পক্ষে।''
অন্যদিকে টোকিওয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভারত কখনও মাথানত করবে না, আমরা এখানে এই বার্তাই পৌঁছে দিতে এসেছি। আমরা মোটেও ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাকে শিক্ষা দিতে।”
এদিকে কাতার, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া ও ইজিপ্টে যে প্রতিনিধি দল যাচ্ছেন, সেই দলে রয়েছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। রওনা হওয়ার আগে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''গত ৪৫ বছরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত জুগিয়ে চলেছে। আমরা বিভিন্ন দেশে যাব এবং পাকিস্তান যেভাবে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়, তাদের হাতে অস্ত্র তুলে দেয় এবং সীমান্তে পাঠায় সন্ত্রাস ছড়াতে সেই চক্রান্ত ফাঁস করে দেব।''
আসলে পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। আগামী দিনে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা-সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপে বন্ধু প্রয়োজন নয়াদিল্লির। সেজন্যই বিশ্বমঞ্চে পাকিস্তানের আসল রূপ তুলে ধরার এই প্রচেষ্টা।
