shono
Advertisement
World Press Freedom Index 2025

স্বাধীনতা-হীনতায়... সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে 'অন্যতম বিপজ্জনক দেশ' ভারত

১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান কোথায়?
Published By: Biswadip DeyPosted: 10:12 AM May 03, 2025Updated: 10:31 AM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে সামান্য উপরে উঠল ভারত। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ তথা আরএসএফ প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫১। যা গত দু'বছরের তুলনায় সামান্য উন্নত। ২০২১ সালে ভারত ছিল ১৪২ নম্বরে। ২০২৩ সালে ভারত পৌঁছয় ১৬১ নম্বরে। ২০২৪ সালে তা সামান্য কমে হয় ১৫৯। এবার সেই তুলনায় আট ধাপ উপরে উঠেছে ভারতের অবস্থান।

Advertisement

আরএসএফ তাদের ওয়েবসাইটে লিখেছে 'সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, সংবাদমাধ্যমের অতি কেন্দ্রীভূত মালিকানা এবং রাজনৈতিক সমন্বয়ের কারণে 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে' সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকটাপন্ন। যা ২০১৪ সাল থেকে বিজেপি নেতা এবং হিন্দু জাতীয়তাবাদী ডানপন্থার মূর্ত প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনাধীন।' দেশে সাংবাদিকদের নিরাপত্তার প্রসঙ্গে আরএসএফের মন্তব্য, 'প্রতি বছর গড়ে দুই থেকে তিনজন সাংবাদিক খুন হন। ভারত সংবাদমাধ্যমের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির মধ্যে একটি।' পাশাপাশি আরও বলা হয়েছে 'সরকারের সমালোচক সাংবাদিকরা নিয়মিত অনলাইনে ট্রোলিং, ভয় দেখানো, হুমকি এবং শারীরিক আক্রমণের শিকার হন। পাশাপাশি ফৌজদারি মামলা এবং নির্বিচারে গ্রেপ্তারের শিকারও হন।'

শনিবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষেই প্রকাশিত হয়েছে এই তালিকা। ২০০২ সাল থেকে এই তালিকা প্রকাশিত হচ্ছে। এবারের তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দুই, তিন ও চার নম্বরে যথাক্রমে এস্টোনিয়া, নেদারল্যান্ডস ও সুইডেন। পাঁচে ফিনল্যান্ড। আমেরিকার স্থান ৫৭। তালিকার একেবারে শেষ ছয়টি দেশ হল (শেষ থেকে ধরলে) এরিট্রি, উত্তর কোরিয়া, চিন, সিরিয়া, ইরান, আফগানিস্তান। ভারতের প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তান আছে ১৫৮ নম্বরে। অন্যদিকে ভুটান ১৫২, বাংলাদেশ ১৪৯, শ্রীলঙ্কা ১৩৯, নেপাল ৯০।

উল্লেখ্য, ওই ওয়েবসাইটের দেওয়া তথ্যানুসারে ২১ কোটি বাড়িতে টিভি সেট রয়েছে। রয়েছে ৯০০টি ব্যক্তিগত মালিকানাধীন টিভি চ্যানেল, অর্ধেকই সংবাদের জন্য নিবেদিত। ২০টিরও বেশি ভাষায় প্রায় ২০,০০০ দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয় এদেশে। এদের সম্মিলিত প্রচারসংখ্যা ৩৯ কোটিরও বেশি। যদিও নব্য প্রজন্ম সোশাল মিডিয়ার মাধ্যমে অনলাইন সংবাদই বেশি পছন্দ করে। সংবাদের প্রধান উৎস হিসেবে এটি মুদ্রিত সংবাদমাধ্যমকে ছাপিয়ে গেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে সামান্য উপরে উঠল ভারত।
  • ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ তথা আরএসএফ প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫১। যা গত দু'বছরের তুলনায় সামান্য উন্নত।
  • ভারতের প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তান আছে ১৫৮ নম্বরে। অন্যদিকে ভুটান ১৫২, বাংলাদেশ ১৪৯, শ্রীলঙ্কা ১৩৯, নেপাল ৯০।
Advertisement