সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারে হাজারে মানুষের সামনে নিজের স্ত্রীর অন্তর্বাস নিয়ে আলোচনা! এবার এই কাণ্ডটাই ঘটিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিলেন, পোশাকের ব্যাপারে তাঁর স্ত্রী মেলানিয়া বড্ড বেশি পরিপাটি। এমনকি অন্তর্বাসগুলোও ইস্ত্রি করে রাখেন। জনসভায় এসে প্রেসিডেন্টের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে পড়েন রিপাবলিকান কর্মী-সমর্থকরা।
গত রবিবার নর্থ ক্যারোলিনার একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে গিয়েই স্মৃতির সাগরে ডুব দেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২২ সালে ট্রাম্পের পাম বিচের বাড়িতে হানা দেয় FBI। সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে জনসভায় বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, "তল্লাশি করতে এসে ওরা সোজা আমার স্ত্রীর আলমারিতে ঢুকে পড়ল। দেরাজগুলো খুলে খুলে দেখল। গুছিয়ে রাখা জিনিসপত্র একেবারে তছনছ করে ছাড়ল।"
এখানেই না থেমে ট্রাম্প আরও বলেন, "আমার স্ত্রী ভীষণ পরিপাটি থাকে। সমস্ত কিছু ওর একেবারে নিখুঁত চাই। সবসময় নিজের জিনিস গুছিয়ে রাখে। এমনকী ওর অন্তর্বাসগুলো পর্যন্ত সুন্দর করে ভাঁজ করা থাকে। আমার মনে হয় ও নিজের অন্তর্বাসগুলো পর্যন্ত ইস্ত্রি করে রাখে।" জনসভায় প্রেসিডেন্টের মুখে এহেন গোপন কথা শুনে অবাক হয়ে যান রিপাবলিকান কর্মী সমর্থকরা। কয়েকজনকে মিটিমিটি হাসতেও দেখা যায়।
উল্লেখ্য, ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ট্রাম্পের বাড়ি থেকে বিস্ফোরক তথ্য উদ্ধার করেছে এফবিআই, এমনটাই শোনা যায়। অভিযোগ ছিল, প্রেসিডেন্ট ভবন থেকে বিদায় নেওয়ার সময়ে বেশ কিছু নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। বারবার বলার পরে কিছু নথিপত্র ফিরিয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর কাছে আর কোনও গুরুত্বপূর্ণ নথি নেই। কিন্তু সন্দেহ থাকায় ট্রাম্পের বাড়িতে হানা দেয় এফবিআই। জানা যায়, উদ্ধার করা নথিপত্র এতটাই গোপনীয়, যে প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট সদস্য ছাড়া আর কারোওর দেখার অনুমতি নেই। অন্য দেশের পারমাণবিক শক্তির বিবরণ কেন একজন মার্কিন নাগরিকের বাসভবনে রাখা হয়েছে, সেই নিয়েও বিতর্ক বেঁধেছিল।
