সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বর্তমান তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, রবিবার রাতে ৩৪ জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী জাকারতা থেকে যোগকার্তার উদ্দেশে রওনা দিয়েছিল। টোল রোডের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কংক্রিটের দেওয়ালে সজোরে আঘাত করে। তারপরই বাসটি উলটে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন যাত্রী।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তাব এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। রাতের অন্ধকারে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং ঘটে যায় অঘটন। উদ্ধারকারী দলের এক আধিকারিকের কথায়, “দুর্ঘটনার পর বাসটির ভিতরে আটকে পড়েছিলেন যাত্রীরা। কিন্তু বাসের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা কাচ। তাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।”
