সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ারল্যান্ডে এক ভারতীয় যুবককে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। বিদেশের মাটিতে ভারতীয়দের যে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়, সেটা নতুন কোনও বিষয় নয়। এবার এরকমই এক ঘটনার পুনরাবৃত্তি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আয়ারল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায় একদল দুষ্কৃতী বছর চল্লিশের ওই ভারতীয় যুবকের উপর চড়াও হয়। অভিযোগ, রাস্তাতেই তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। এরপরই হামলাকারীরা সেখান থেকে চম্পট দেয়। পরে রক্তাক্ত অবস্থায় ওই ভারতীয়কে সেখান উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি। হামলাকারীদের অভিযোগ, তিনি নাকি এলাকার এক শিশুর সঙ্গে আশালীন আচরণ করছিলেন। তাই তাঁকে শিক্ষা দিতেই এই ‘ব্যবস্থা’ নেওয়া হয়েছে। যদিও আয়ারল্যান্ডের পুলিশ এই অভিযোগ খণ্ডন করেছে। তারা এই ঘটনাটিকে বর্নবিদ্বেষ হিসাবেই দেখছে।
ঘটনার কড়া নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভয়াবহ একটি ঘটনা। আশা করছি দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। যারা নিরীহ ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ।’
