shono
Advertisement
Sydney

৮ মাসের গর্ভবতী, সিডনিতে BMW পিষে দিল ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার গর্ভস্থ সন্তানেরও।
Published By: Amit Kumar DasPosted: 09:01 AM Nov 19, 2025Updated: 09:13 AM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মহিলার মর্মান্তিক মৃত্যু। দ্রুত গতির বিএমডব্লু পিষে দিল ৮ মাসের গর্ভবতী ওই মহিলাকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সি ওই মহিলার গর্ভস্থ সন্তানেরও। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সিডনির হার্নসবিতে। ঘটনার তদন্তে নেমে ঘাতক গাড়ির চালক ১৯ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সমন্বয় ধরেশ্বর। ঘটনার সময় তিনি, তাঁর স্বামী ও ৩ বছরের সন্তানের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি বিএমডব্লু দ্রুত গতিতে পথে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে উলটে যায় এবং সজোরে ধাক্কা মারে সমন্বয়কে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন ওই মহিলা ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক ওই গাড়িটি চালাচ্ছিলেন অ্যারন পাপাজোগ্লোর নামে ১৯ বছর বয়সি এক তরুণ। ঘটনায় আহত হয়েছেন তিনিও। প্রাথমিক চিকিৎসার পর সন্দেহভাজন ওই গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৯ বছর বয়সী ওই যুবককে হর্নসবি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, অবহেলা ও গর্ভবতী মহিলাকে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মহিলার মর্মান্তিক মৃত্যু।
  • দ্রুত গতির বিএমডব্লু পিষে দিল ৮ মাসের গর্ভবতী ওই মহিলাকে।
  • দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সি ওই মহিলার গর্ভস্থ সন্তানেরও।
Advertisement