shono
Advertisement
Shubhanshu Shukla

প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন শুভাংশু, রাখা হল কোয়ারেন্টাইনে

৮ জুন শুরু অভিযান।
Published By: Biswadip DeyPosted: 09:17 PM May 27, 2025Updated: 09:17 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভাংশু শুক্লা। ভারতীয় এই নভোচরের নাম গত কয়েক মাস ধরেই মহাকাশপ্রেমীদের আলোচনায় বারবার উঠে এসেছে। অ্যাক্সিওম-৪ মিশনের এক সদস্য হিসেবে তিনি যাবেন অন্তরীক্ষে। ৮ জুন শুরু অভিযান। তাই এবার শুভাংশু শুরু করেছেন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি। যার অংশ হিসেবে 'প্রি-লঞ্চ' কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

Advertisement

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে Ax-4-কে। বিভিন্ন ক্ষেত্র থেকে মহাকাশচারীরা স্পেসএক্স ড্রাগনে চেপে ১৪ দিনেরও ওই মহাজাগতিক সফরে অংশ নেবেন। এই দলেরই অন্যতম শুক্লা। ভারতীয় বায়ুসেনার এই টেস্ট পাইলট গগনযান প্রকল্পেরও একজন। তিনিই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন। পাইলট হিসেবে এই অভিযানের শরিক তিনি। আপাতত সেই মিশনের জন্যই কোয়ারেন্টাইনে রয়েছেন শুভাংশু।

কিন্তু কেন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাঁকে? আসলে মহাকাশে যাওয়ার আগে যাতে কোনওরকম সংক্রমণ শরীরে বাসা না বাঁধে সেজন্যই এই সতর্কতা। কেননা স্পেস স্টেশনের বদ্ধ পরিবেশে হঠাৎ কোনও অসুখ মাথাচাড়া দিলে ফল হতে পারে মারাত্মক। কেবল যাঁরা অভিযানের সদস্য তাঁরাই নন, যাঁরা ইতিমধ্যেই ওখানে রয়েছেন তাঁদের জন্যও। এমনিতেই মহাকাশ স্টেশনের পরিবেশে নভোচরদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই অবস্থায় জীবাণু সংক্রমণ বড় বিপদ ডাকতে পারে।

প্রসঙ্গত, শুভাংশু ছাড়া ওই অভিযানের ক্রু সদস্যদের মধ্যে কমান্ডার হিসেবে থাকবেন পেগি হুইটসন। থাকবেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই মহাকাশচারী- পোল্যান্ডের সাওজ উজনানস্কি-উইসনিয়েস্কি এবং হাঙ্গারির টিবর কাপু। ইসরো ও নাসার অংশীদারিত্বে পরিকল্পনা করা হয়েছে এই মিশনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুভাংশু শুক্লা। ভারতীয় এই নভোচরের নাম গত কয়েক মাস ধরেই মহাকাশপ্রেমীদের আলোচনায় বারবার উঠে এসেছে।
  • অ্যাক্সিওম-৪ মিশনের এক সদস্য হিসেবে তিনি যাবেন অন্তরীক্ষে। ৮ জুন শুরু অভিযান।
  • তাই এবার শুভাংশু শুরু করেছেন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি। যার অংশ হিসেবে 'প্রি-লঞ্চ' কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
Advertisement