shono
Advertisement

Breaking News

Iran

মসনদ কাঁপছে খামেনেইয়ের! ইরানে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে পথে ৪৭ বছরের ‘মৃত’ মহিলা

ইসলামি শাসনের বিরুদ্ধে গত ১০ দিন ধরে ইরানে চলছে বিক্ষোভ।
Published By: Subhodeep MullickPosted: 05:45 PM Jan 09, 2026Updated: 08:41 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামি শাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরান। গত ১০ দিন ধরে সেখানে চলছে বিক্ষোভ। পথে নেমেছেন লাখ লাখ মানুষ। আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী স্লোগানে তপ্ত গোটা দেশ। এবার সেই বিক্ষোভে শামিল হয়েছেন ৪৭ বছরের ‘মৃত’ এক মহিলা!

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি তেহরানের রাস্তায় বিক্ষোভে নজর কেড়েছেন এক অজ্ঞাত পরিচয় মহিলা। তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলার মুখ থেকে গড়াচ্ছে লাল তরলের স্রোত। তবে তা রক্ত নাকি রং, সেটা স্পষ্ট নয়। রাজপথে হাঁটতে হাঁটতে চিৎকার করে সরকার-বিরোধী স্লোগান দিচ্ছেন তিনি। পাশাপাশি, তিনি বলছেন, “আমি ভয় পাই না। ৪৭ বছর ধরে আমি মৃত।” কিন্তু কেন তিনি নিজেকে মৃত বলে দাবি করেছেন? এর কারণ খুব স্পষ্ট।  ইসলামি শাসনে তিনি বীতশ্রদ্ধ। তাঁর জীবন দুর্বিসহ। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

বলে রাখা ভালো, ৪৭ বছর আগে ইরানে ইসলামি শাসনব্যবস্থার সূচনা হয়। নেপথ্যে ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব। এই বিপ্লবে পাশ্চাত্যপন্থী শাসক শাহ মহম্মদ রেজা পাহলভিকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। তার পরেই ইরান পরিণত হয় একটি ইসলামি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে। এর নেতৃত্বে ছিলেন আয়াতোল্লা রুহুল্লাহ খামেনেই। তিনিই ইরানের ইসলামি শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা।

ইরানিয়ান-মার্কিন সাংবাদিক তথা সমাজকর্মী মাসিহ আলিনেজাদ জৈনক ওই মহিলার ভিডিওটি শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছেন, '৪৭ বছর ধরে আমি মৃত- এটাই প্রমাণ করে দিচ্ছে ইরানের মহিলারা ইসলামি শাসনে বিরক্ত হয়ে উঠেছেন। ৪৭ বছর আগে শুরু হওয়া এই ইসলামি শাসন আমাদের অধিকার কেড়ে নিয়েছে। গোটা দেশকে যেন পণবন্দি বানিয়েছে। আজ এখানে মানুষের হারানোর কিছু নেই। মানুষ জেগে উঠছে। ইরান জেগে উঠছে।'

২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পরে হিজাব-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছিল ইরান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে সাড়ে পাঁচশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে দাবি। তার তিন বছর পরে ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। এ বার ক্ষোভের কারণ অবশ্য ভিন্ন। মোল্লাতন্ত্রের পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের সংকট নিয়ে ক্ষিপ্ত সাধারণ মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসলামি শাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরান।
  • গত ১০ দিন ধরে সেখানে চলছে বিক্ষোভ।
  • এবার সেই বিক্ষোভে শামিল হয়েছেন ৪৭ বছরের ‘মৃত’ এক মহিলা!
Advertisement