shono
Advertisement
Venezuela

দ্বিতীয়বার ভেনেজুয়েলায় হামলা চালাবে আমেরিকা? কী জানালেন ট্রাম্প?

দীর্ঘদিন ধরেই আমেরিকা-ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা চলছিল।
Published By: Subhodeep MullickPosted: 09:29 PM Jan 09, 2026Updated: 09:29 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে নিয়ে গিয়েছে আমেরিকা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ফের লাতিন আমেরিকার এই দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করছেন? এর উত্তর নিজেই দিলেন তিনি।

Advertisement

শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর পরিকল্পনা ছিল মার্কিন সেনার। তবে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা বহু রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়েছে। এই পদক্ষেপকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ‘বুদ্ধিদীপ্ত’ বলেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সমাজমাধ্যমে লেখেন, ‘শান্তির বার্তা দিতে ভেনেজুয়েলা বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। আমেরিকা এবং ভেনেজুয়েলা ভালোভাবে কাজ করছে। বিশেষ করে তেল ও গ্যাস পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। আমি খুশি। তাই জন্যই ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযানের পরিকল্পনা বাতিল করা হয়েছে।’

দীর্ঘদিন ধরেই আমেরিকা-ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা চলছিল। আশঙ্কা সত্যি করে গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। চালানো হয় বিমান হামলা। অন্ধকারে ঢেকে যায় ভেনেজুয়েলা। এরপরই মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিজে যায় মার্কিন সেনা। বর্তমানে তাঁদের রাখা হয়েছে নিউ ইয়র্কের 'কুখ্যাত' ব্রুকলিন জেলে। জানা গিয়েছে, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো বিস্ফোরক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে মার্কিন আদালতে। সেই সবকিছু বিচারের জন্যই তাঁদের আমেরিকায় নিয়ে আসা হয়েছে।

এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকেই দেশের অন্তবর্তী প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এখন থেকে দেশের প্রশাসনিক প্রধান এবং সামগ্রিক প্রতিরক্ষার দায়িত্বে থাকবেন রডরিগেজ। কুর্সিতে বসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেন ডেলসি বলেন, “ভেনেজুয়েলা কোনওদিন কোনও সাম্রাজ্যের উপনিবেশ হবে না। কারও দাসত্ব করবে না। মাদুরোই আমাদের একমাত্র নেতা। অবিলম্বে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলায় হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে নিয়ে গিয়েছে আমেরিকা।
  • এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।
  • এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ফের লাতিন আমেরিকার এই দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করছেন?
Advertisement