সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইরান। জোরদার প্রতিবাদে শামিল নারী-পুরুষ নির্বিশেষে সকল বাসিন্দা। গত ১০ দিনে ধরে আমজনতার বাড়তে থাকা রোষ থেকে নিজেদের বাঁচাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে আয়াতোল্লা খামেনেই-এর প্রশাসন। এতকিছুর পরেও সমাজমাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের খবর।
এই অবস্থায়, সমাজমাধ্যমে ইরানের প্রতিবাদের এমন এক ছবি ছড়িয়ে পড়েছে যা ক্ষমতাসীন এবং সামাজিক সমস্যার বিরুদ্ধে মানুষের পুঞ্জিভুত ক্ষোভের বহিঃপ্রকাশ।
ইরানের নারীদের একটি আকর্ষণীয় নতুন প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভাইরাল ভিডিওগুলিতে দেখা গিয়েছে, মহিলারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-র ছবি পুড়িয়ে সেই আগুন দিয়ে সিগারেট জ্বালাচ্ছেন। এই ছবির মধ্য দিয়ে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বছরের পর বছর ধরে নিয়মের চাপে থাকা দেশের মহিলারা।
টেলিগ্রাম, এক্স, ইনস্টাগ্রাম, রেডিট-এর মত বিভিন্ন সমাজমাধ্যমে এই ছবিগুলি ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ছবি এইসব সমাজমাধ্যমে পোস্ট হচ্ছে এবং সেগুলি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানের দেশের নিয়ম অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা খামেনেই-এর ছবি পোড়ানো গুরুতর অপরাধ। পাশপাশি, ইরানের সামাজিক নিয়মে দেশে মহিলাদের সিগারেট খাওয়ার বিরুদ্ধে নিয়ম রয়েছে। এই ছবিগুলি একসঙ্গে এই ধরণের সব নিয়মের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই বছরের শুরুতেই ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। আমেরিকা থেকে মানুষকে রাস্তায় নামার ডাক দেন পাহলভি। পথে নামেন হাজার হাজার মানুষ। 'স্বৈরাচারী নিপাত যাক', 'ইসলামিক রিপাবলিক নিপাত যাক' স্লোগান দিতে থাকেন প্রতিবাদীরা। তাঁদের মতে, এটাই শেষ যুদ্ধ। শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ।
গত দেড় সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে আমজনতা-ইরানের সকলের মুখে একটাই স্লোগান, স্বৈরাচারীর পতন হোক। তাঁদের দাবি, শাহ বংশের হাতে আবারও ফিরে যাক ইরানের শাসন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে সর্বশক্তি দিয়ে বিক্ষোভ থামানোর পথে হেঁটেছে খামেনেই প্রশাসন। আমেরিকার 'হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সির' রিপোর্ট অনুযায়ী, গত একসপ্তাহে ইরান পুলিশের হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১২০০ জনকে।
