shono
Advertisement
US-Germany

ট্রাম্পের ডাকাতিতে বদলে যাচ্ছে চেনা বিশ্ব! ত্রাতার ভূমিকায় মোদির ভারতকে চাইছে জার্মানি

আমেরিকার কঠোর সমালোচনায় জার্মানি।
Published By: Saurav NandiPosted: 08:36 PM Jan 09, 2026Updated: 08:36 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার কঠোর সমালোচনায় জার্মানি। আমেরিকা যে ভাবে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে, তাতে বিশ্বের প্রচলিত ব্যবস্থাই ভেঙে পড়েছে বলে মন্তব্য করে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার আহ্বান, "এই বিশ্বকে ডাকাতদের আখড়ায় পরিণত হতে দেবেন না।" আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতাবস্থা ফেরাতে বিশেষ করে ভারত এবং ব্রাজিলকে ত্রাতার ভূমিকায় চাইছেন তিনি।

Advertisement

সম্প্রতি ভেনেজুয়েলায় আক্রমণ করে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করেছে আমেরিকা। মার্কিন অভিযানের আসল লক্ষ্য যে ভেনেজুয়েলার তেল, সে কথা গোপনও করেননি ট্রাম্প। ওয়াশিংটন স্পষ্টই জানিয়ে দিয়েছে, তারাই ভেনেজুয়েলার তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করতে চায়। তাদের এই নীতির তীব্র নিন্দা করে জার্মানির প্রেসিডেন্ট বলেন, "গোটা বিশ্বকেই সতর্ক হতে হবে। নইলে যা মনে হবে, তা-ই দখল করে নেবেন নীতিহীন ক্ষমতাশালীরা।" ঘটনাচক্রে, ভেনেজুয়েলায় আক্রমণের পরেই গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তা নিয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপের গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রক ডেনমার্কের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিল জার্মানি। এ বার ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযানের বিরোধিতা করে মুখ খুলল তারা। প্রসঙ্গত, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় রয়েছে জার্মানিও।

স্টাইনমায়ারের মত, সামরিক অভিযান চালিয়ে রাশিয়া ক্রাইমিয়া দখল করায় বিশ্বের বিধিব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছিল। আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করায় তা একেবারে ভেঙে পড়েছে। ট্রাম্পের আমলে আমেরিকা যে বিদেশনীতি নিয়ে এগোচ্ছে, তা বিশ্বের প্রচলিত ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলেই মনে করেন জার্মানির প্রেসিডেন্ট। তিনি বলেন, "এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আমাদের। রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং ইউক্রেনে আগ্রাসন ইতিহাসের একটি নির্ণায়ক মোড়। আমেরিকার সাম্প্রতিক আচরণ সেই ধারাবাহিকতায় আর একটি বড় ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিতবাহী।" এই পরিস্থিতিতে বিশ্বের প্রচলিত ব্যবস্থাকে রক্ষা করতে ভারত এবং ব্রাজিলের মতো দেশকে পাশে দরকার বলেও জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার কঠোর সমালোচনায় জার্মানি।
  • আমেরিকা যে ভাবে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে, তাতে বিশ্বের প্রচলিত ব্যবস্থাই ভেঙে পড়েছে বলে মন্তব্য করে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার আহ্বান, "এই বিশ্বকে ডাকাতদের আখড়ায় পরিণত হতে দেবেন না।"
  • আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতাবস্থা ফেরাতে বিশেষ করে ভারত এবং ব্রাজিলকে ত্রাতার ভূমিকায় চাইছেন তিনি।
Advertisement