সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল ঠিকই। কিন্তু তা টিকল না! প্যালেস্টাইনি ভূখণ্ডে আবার হামলা চালাল ইজরায়েলি (Israel-Gaza)। ইহুদি সেনার হামলায় গাজায় প্রাণ গেল ১৩ জনের। নিহতদের মধ্যে বছর তেরোর এক শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।
ঘটনাচক্রে, আগামী সপ্তাহেই গাজা শান্তি চুক্তি মেনে 'বোর্ড অফ পিস'-এর সদস্যদের নাম ঘোষণা করার কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তার আগেই গাজায় হামলা ইজরায়েলের। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের দাবি, গাজা থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল হামাস। যদিও তা ব্যর্থ হয়। তার পরেই প্রত্যাঘাত করা হয় বলে দাবি করেছে ইজরায়েল। মাস তিনেক আগে ট্রাম্পের ২০ দফা শর্ত মেনে সংঘর্ষবিরতিতে রাজি হয় ইজরায়েল এবং হামাস। সেই সময় 'বোর্ড অফ পিস' নামে একটি উপদেষ্টা কমিটি গঠনের কথা বলেছিলেন ট্রাম্প। এই কমিটির কাজ পশ্চিম এশিয়ায়, বিশেষত ইজরায়েল এবং গাজায় কী ভাবে শান্তি ফেরানো যায়, তার জন্য কী কী পদক্ষেপ করা যেতে পারে, তা নিয়ে পর্যালোচনা করবে।
জেরুজালেমে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। ‘গ্রেটার জেরুজালেম’ পরিকল্পনার অন্তর্গত ওই প্রকল্প কার্যকর হলে ইজ়রায়েল অধিকৃত দুই ভূখণ্ড মাআলে আদুমিম এবং পূর্ব জ়েরুসালেম ভৌগোলিক ভাবে সংযুক্ত হবে এবং প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অঞ্চল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যাবে।
দীর্ঘদিন ধরেই এই প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসেছেন ইজরায়েলের অর্থমন্ত্রী তথা কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক বেজালেল স্মটরিক। গত আগস্টে তাতে অনুমোদন দেয় ইজরায়েল সরকার। বেজালেল বলেন, "এই প্রকল্প বাস্তবায়িত হলে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের কোনও সম্ভাবনাই থাকবে না।"
