সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কে। শ্রমিক যাতে ফিরতে না পারেন তাঁর জন্য কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। একমাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত ও কার্যত 'নরকে' পরিণত হওয়া গাজায় বন্দি থাকার পর অবশেষে ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েলের সেনাবাহিনী।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইজরায়েল সীমান্তে বেশ কয়েকজন সন্দেহভাজন প্যালেস্টিনীয়কে গ্রেপ্তার করেছিল নিরাপত্তারক্ষীরা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় পাসপোর্ট। ভারতের সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সুসম্পর্ক থাকায় ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সহজে ইজরায়েলে প্রবেশ করা যায়। সেই সুযোগ নিয়েই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছিল প্যালেস্টিনীয়রা। তবে তাঁদের সে ছক বানচাল হয়। এরপরই ওই পাসপোর্টের আসল মালিকদের খোঁজে নামে ইহুদি সেনা। ওয়েস্ট ব্যাঙ্কের আল-জায়েম গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার উদ্ধার করা হয় ওই ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে।
ইজরায়েলের সেনাবাহিনীর তরফে ১০ ভারতীয়কে উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়ে বলা হয়েছে, 'ইজরায়েল থেকে নিখোঁজ ১০ ভারতীয় নির্মাণকর্মীকে উদ্ধার করে নিরাপদে ইজরায়েলে আনা হয়েছে। কীভাবে তাঁরা গাজায় পৌঁছলেন তার তদন্ত শুরু হয়েছে। ভারতীয় দূতাবাস ইজরায়েল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছে। এবং ওই ভারতীয়দের নিরাপত্তার নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। শীঘ্রই তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে।'
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলা ও যুদ্ধ শুরুর পর প্যালেস্টিনীয়দের ইজরায়েল প্রবেশ চিরতরে বন্ধ হয়। এদিকে ইজরায়েলের নির্মাণ শিল্পে বেশিরভাগ শ্রমিক ছিলেন প্যালেস্টাইনের নাগরিক। এই কর্মী সংকট সামলাতে গত বছর ১৬ হাজার ভারতীয় কর্মীকে ইজরায়েলে নিযুক্ত করা হয়। তাদের মধ্য থেকেই অবৈধ কোনও চক্রের হাত ধরে ১০ জন প্যালেস্টাইনে চলে যান।