সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইহুদি সেনার অভিযানে খতম হেজবোল্লার আরও এক শীর্ষ কমান্ডার। শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ইজরায়েলের সেনাবাহিনী। জানা গিয়েছে, মৃত ওই হেজবোল্লা নেতার নাম জাফর খাদের ফাওর। ইজরায়েলের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিল এই জঙ্গি।
শনিবার ইজরায়েল সেনা আইডিএফের তরফে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়, হেজবোল্লার নাসির ব্রিগেডের রকেট ইউনিটের অন্যতম কমান্ডার জাফর খাদেরের মৃত্যু হয়েছে। এই জঙ্গি মাউন্ট ডোভ এবং বিনতে জেবেল এলাকার দায়িত্বে ছিল। ইজরায়েল সেনার দাবি, লেবাননে এক অভিযানে খতম করা হয়েছে এই জঙ্গিকে। এই জাফর গোলান ঘাঁটিতে হামলা-সহ ইজরায়েলের মাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জড়িত। যে হামলার জেরে ইজরায়েলের বহু মানুষের মৃত্যু হয়। জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে ইজরায়েলের মাটিতে রকেট হামলা চলেছিল এই জাফরের নির্দেশে। এর পাশাপাশি চলতি বছরের জুলাই মাসে ইজরায়েলের গোলানে এক ফুটবল ময়দানে রকেট হামলায় মৃত্যু হয় ১২ জন নাবালকের। গত বৃহস্পতিবার লেবানন সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৫ নাগরিকের মৃত্যুর ঘটনাতেও হাত রয়েছে এই জঙ্গির।
উল্লেখ্য, গাজার পাশাপাশি লেবাননেও হেজবোল্লার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে ইজরায়েল সেনা। গত বছরের ৮ অক্টোবর থেকে চলা অভিযানে লেবাননে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৯৬৮ জনের। পাশাপাশি আহতের সংখ্যা ১৩,৩১৯। এদিকে গত সপ্তাহে ইজরায়েলের নৌসেনা উত্তর লেবাননে হেজবোল্লার এক শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছে। লেবাননের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের সেনা যাকে গ্রেপ্তার করেছে তিনি লেবাবনের সমুদ্র অঞ্চলের ক্যাপ্টেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। গত শুক্রবার বাতরুন উপকূলে অস্ত্রধারী কিছু ব্যক্তি তাঁকে অপহরণ করে নিয়ে যায়। যদিও তার নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি ইজরেয়েলের তরফে।