সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের স্মৃতি উসকে ফের ভূমিকম্প জাপানে। জারি সুনামির সতর্কতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। ২০২৪ সালের প্রথম দিনেই ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। বিপর্যয়ে প্রাণ গিয়েছিল পঞ্চাশের উপরের মানুষের। ক্ষয়ক্ষতিও হয়েছিল বিস্তর। সেই ক্ষত এখনও দগদগে। এর মাঝেই নতুন বছরের শুরুতে ফের কাঁপল জাপান।
জানা গিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হানে ভূমিকম্প। প্রথম কম্পন ও অনুভূত হয় মিয়াজাকি প্রদেশের কাছে অবস্থিত কিউশু দ্বীপে। মাটির ৩৭ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল। তীব্র কম্পনের পরই সুনামির সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা। এক্স হ্যান্ডেলে তারা জানায়, 'সকলকে অনুরোধ করা হচ্ছে, উপকূলবর্তী এলাকায় যাবেন না। ভূমিকম্পের জেরে সমুদ্রতটে এক মিটার (তিন ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। সকলে সাবধান থাকুন।' তবে আজকের ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশের মধ্যে অন্যতম জাপান। গত বছরের ১ জানুয়ারি কম্পনের পর দুদিন ধরে চলে আফটার শক। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বড় বড় বাড়ি, হোটেল। মাঝখান থেকে দুভাগ হয়ে যায় একাধিক হাইওয়ে। সোশাল মিডিয়ায় ধবংসের সেই ছবি দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল বিশ্বের। জাপানের নাগরিকদের আতঙ্ক আরও বাড়িয়ে গত বছর জারি করা হয় মেগা ভূমিকম্পের সতর্কতা। কম্পনের তীব্রতা ৮ ও ৯ মাত্রা পর্যন্তও হতে পারে বলে জানায় সেদেশের আবহাওয়া সংস্থা।