কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার লন্ডনের হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই।

মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে বিলেত সফরের সূচিতে বদল ঘটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই ঘটনার কথা তুলে ধরেই এদিন বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান তিনি। বলেন, "বাংলা বেশি দূরে না। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।"
৮ ঘণ্টার সফর যে ১৮ ঘণ্টা সময় নিয়েছে, সে কথাও জানান তিনি। যে কারণে এই সফরে সমস্ত আমন্ত্রণে সাড়া দেওয়ার সময় হবে না বলেও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, "হিথরোর ঘটনাটার জন্য সব হচপচ হয়ে গেল। আমাদের ৩০ জন মিলে আসার কথা। ৮ ঘণ্টায় যেখানে চলে আসা যেত, ১৮ ঘণ্টা লাগল। তার আগের ২৪ ঘণ্টা আবার চিন্তায় কাটল যে টিকিট বাতিল হচ্ছে, নাকি হচ্ছে না, এই সবের জন্য।" উল্লেখ্য, শনিবার সন্ধেয় কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন পৌঁছেছিলেন মমতা। লন্ডনে ভারতীয় হাই কমিশনে তিনি বোঝাতে চাইলেন, কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াত আরও মসৃণ এবং আরামদায়ক হবে।