shono
Advertisement

Breaking News

Mamata Banerjee London Visit

টেমসের ধারে গগনচুম্বী অট্টালিকার সারি, মমতাকে নিজেদের ফ্ল্যাট চেনালেন ডোনা

এর আগে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধীমূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মমতা।
Published By: Sayani SenPosted: 07:19 PM Mar 26, 2025Updated: 11:52 PM Mar 26, 2025

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): লন্ডন সফরে (London Visit) ব্যস্ত দিনলিপি। ঠাসা কর্মসূচি। তা সত্ত্বেও প্রাতঃভ্রমণে কোনও খামতি নেই। একেবারে চেনা ছন্দে লন্ডনের রাস্তায় সঙ্গীদের নিয়ে হাঁটলেন তিনি। বুধবার টেমসের তীরে হাঁটলেন মমতা (Mamata Banerjee)। তাঁর সঙ্গী সৌরভ ঘরনি ডোনা গঙ্গোপাধ্যায়। হাঁটার ফাঁকে তাঁর সঙ্গে আলাপচারিতাও সারলেন মুখ্যমন্ত্রী। 'দিদি'কে নিজেদের ফ্ল্যাট চেনালেন ডোনা।

Advertisement

সৌরভকন্যা সানা লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন। বর্তমানে সেখানেই চাকরি করছেন। রানির শহরে মেয়ের বসবাসের জন্য টেমসের ধারে ফ্ল্যাট কেনেন সৌরভ ও ডোনা। সেখান থেকে সরাসরি দেখা যায় আইকনিক লন্ডন আই। এদিন ডোনা বলেন, "আর একটু বড় ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা ছিল। মেয়ের এমনিই এত ভালো লেগে গিয়েছে, যে এখানে থাকতে চায়। তারপর যদি ফিরতে না চায়! তাই বেশি ভালো কিছু করে লাভ নেই। এখন যা আছে তাই।" ফ্ল্যাট দেখানোর পর মমতা ডোনাকে বলেন, "আর হাঁটবে? চলে যাও।" ডোনা অবশ্য ফিরে যেতে রাজি হননি। তিনি জানান, মেয়ে বর্তমানে বাড়িতে নেই। সৌরভও রাতে পৌঁছবেন লন্ডনে। তেমন কাজের চাপ না থাকায় 'দিদি'র সঙ্গে হাঁটার ইচ্ছাপ্রকাশ করেন। গল্প যখন বেশ জমে উঠেছে তখন ডোনার ফ্ল্যাটে গিয়ে চা বিরতি নেওয়ার ভাবনাচিন্তা হয়। যদিও অনেকে থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরিবর্তে পায়ে হেঁটে টেমসের ধারে ঘোরেন মমতা-সহ সকলেই।

এর আগে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধীমূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মমতা। সেইসঙ্গে হাত জোড় করে তাঁর প্রার্থনা, ‘বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো’।

বুধবার বাংলা ও ব্রিটেনের মধ্যে সরকারি স্তরে বাণিজ্য বৈঠক। তাতে রাজ্য সরকারের তরফে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব। ব্রিটিশ শিল্পপতিদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন বার্কলের সিইও স্টিভেন ফ্লাহার্টি, গ্র্যাভিট্রিসিটির চেয়ারম্যান মার্টিন রাইট, স্কটিশ লাইফসায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টোন, ভিসুভিয়াস গ্রুপের জেনারেল সেক্রেটারি তথা ভিসুভিয়াস ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর হেনরি নলেস। সশরীরে না থাকলেও ওই বৈঠকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেমসের ধারে হাঁটার ফাঁকে ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রীর।
  • বাংলার 'দিদি'কে নিজেদের ফ্ল্যাট চেনালেন ডোনা।
  • টেমসের ধারে হাঁটার ফাঁকে তাঁর সঙ্গে আলাপচারিতা সারলেন মুখ্যমন্ত্রী।
Advertisement