shono
Advertisement

পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করার চেষ্টা, রকেট দুর্ঘটনায় মৃত মার্কিন মহাকাশচারী

দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। The post পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করার চেষ্টা, রকেট দুর্ঘটনায় মৃত মার্কিন মহাকাশচারী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 AM Feb 24, 2020Updated: 09:18 AM Feb 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবী গোল না চ্যাপ্টা এই নিয়ে প্রাচীনকাল থেকেই প্রচুর তর্কবিতর্ক হয়েছে। একদল একে চ্যাপ্টা মনে করলেও অন্যদলের কাছে এটা গোলাকার বা ডিম্বাকৃতির। বিষয়টি নিয়ে আদিকাল থেকে দু’দলের দ্বন্দ্বও চলছে। এবার পৃথিবীর আকৃতি চ্যাপ্টা এটা প্রমাণ করতে গিয়ে প্রাণ খোয়ালেন আমেরিকার এক শখের মহাকাশচারী (amateur American astronaut)। পেশায় স্টান্টম্যানের কাজ করা ৬৪ বছরের ওই ব্যক্তির নাম মাইকেল হিউজ বা ম্যাড মাইক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার জনবিহীন একটি জায়গায় বাস্পচালিত রকেট ওড়ানোর চেষ্টা করছিলেন মাইকেল। কিন্তু, রকেটটি ওড়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সজোরে আছড়ে পড়ে মাটিতে। চোখের নিমিষে কয়েকবার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এর ফলে ঘটনাস্থলে ভয়াবহভাবে মৃত্যু হয় মাইকেলের।

[আরও পড়ুন: মানসিক যন্ত্রণায় মরতে চেয়েছিল, অজি খুদের পাশে থেকে সাহস জোগালেন রাগবি খেলোয়াড়রা ]

 

সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে শোকপ্রকাশ করা হয়েছে।তারা টুইট করেছে, ক্যালিফোর্নিয়ার বারসটো এলাকার বাসিন্দা মাইকেল পেশায় স্টান্টম্যান কাজ করতেন। বহুদিন ধরেই পৃথিবীকে চ্যাপ্টা বলে মনে করতেন তিনি। মানুষের কাছে এটা প্রমাণ করার জন্য অনেক চেষ্টাও করেন। সম্প্রতি তিনি আমাদের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি করেছিলেন। তাতে উল্লেখ করা হয়েছিল, মাইকেল তাঁর বাড়িতে তৈরি করা রকেটের সাহায্যে দেড় হাজার মিটার রাস্তা অতিক্রম করে পৃথিবী চ্যাপ্টা এটা প্রমাণ করবেন। আর আমাদের চ্যানেল তার সরাসরি সম্প্রচার করবে। কিন্তু, স্থানীয় সময় শনিবার সেই রকেট ওড়ার সময় দুর্ঘটনা ঘটে। এর ফলে মর্মান্তিকভাবে তাঁর মৃত্যু হয়। আমরা এই ঘটনায় আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।’

[আরও পড়ুন: চিন থেকে শিক্ষা, করোনা রুখতে ৫০ হাজার মানুষকে গৃহবন্দি করে ফেলল ইটালি প্রশাসন ]

 

এপ্রসঙ্গে মাইকেলের মুখপাত্র ড্যারেন শুস্টার বলেন, ‘পৃথিবী চ্যাপ্টা এটা জনসমক্ষে প্রমাণ করতে চেয়েছিলেন উনি। যদিও নিজে কতটা তা বিশ্বাস করত তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আসলে উনি সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আর পৃথিবী চ্যাপ্টা এটা প্রমাণ করার থেকে আমরা মানুষকে একটা অসাধারণ স্টান্ট দেখাতে চেয়েছিলাম।’

The post পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করার চেষ্টা, রকেট দুর্ঘটনায় মৃত মার্কিন মহাকাশচারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement