shono
Advertisement
Rishi Sunak

নির্বাচনের দিনক্ষণ নিয়ে জুয়া সুনাকের প্রার্থীদের! গ্রেপ্তার আধিকারিক, প্রবল চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভোটের আগেই পদত্যাগ করেছেন কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রচার আধিকারিক।
Published By: Anwesha AdhikaryPosted: 07:48 PM Jun 20, 2024Updated: 07:48 PM Jun 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনে নির্বাচনের বাকি মাত্র ১৫ দিন। তার আগেই জুয়ার অভিযোগে বিদ্ধ ঋষি সুনাকের দল। ইতিমধ্যেই জুয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছেন এক নিরাপত্তা আধিকারিক। বেশ কয়েকজন কনজারভেটিভ প্রার্থীর উপরেও নজর রয়েছে ব্রিটিশ পুলিশের।

Advertisement

জানা গিয়েছে, ব্রিটেনে (Britain) নির্বাচন কবে হবে সেই নিয়ে জুয়া খেলতেন অভিযুক্তরা। সেই অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন আধিকারিকরা। কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্রেগ উইলিয়ামস এবং লরা সন্ডার্সের উপরেও একই কারণে নজরদারি চালাচ্ছে মেট্রোপলিটান পুলিশ। ঠিক কোন সময়ে হতে পারে ব্রিটেনের সাধারণ নির্বাচন, সেই দিনক্ষণ আন্দাজ করেই রমরমিয়ে চলছিল এই জুয়ার আসর, তাও খোদ প্রধানমন্ত্রীর পার্টির অন্দরেই।

[আরও পড়ুন: লোহিত সাগরে দৌরাত্ম্য হাউথিদের! মিসাইল হানায় ডুবল গ্রিক জাহাজ

কনজারভেটিভ পার্টির (Conservative Party) এহেন টালমাটাল পরিস্থিতিতে পদত্যাগ করেছেন দলের নির্বাচনী প্রচার আধিকারিক টোনি লি। কারণ জুয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও। এছাড়াও টোনির আরেকটা পরিচয় হল, তিনি কনজারভেটিভ প্রার্থী লরার স্বামী। নির্বাচনের ঠিক আগে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জুয়ার অভিযোগ ওঠায় যথেষ্ট ব্যাকফুটে ঋষি সুনাকের (Rishi Sunak) দল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্রিটেনের গ্যাম্বলিং কমিশন।

কমিশনের তদন্ত নিয়ে কনজারভেটিভ পার্টির তরফে জানানো হয়, হাতেগোনা কয়েকজন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বিশদে কিছু বলা হয়নি দলের তরফে। তবে সুনাকের দলকে তোপ দেগেছেন বিরোধীরা। উল্লেখ্য, সকলকে চমকে দিয়ে নির্ধারিত সময়ের অন্তত ৬ মাস আগেই নির্বাচন ঘোষণা করেন সুনাক। সূত্রের খবর, তার অনেক আগে থেকেই নির্বাচনের দিন নিয়ে জুয়া শুরু হয়েছিল কনজারভেটিভ পার্টির অন্দরে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি তড়িঘড়ি নির্বাচন ঘোষণার নেপথ্যে জুয়াড়িদের হাত রয়েছে?

[আরও পড়ুন: হামাসকে খতম করা অসম্ভব, মানল ইজরায়েলি ফৌজ! কী বলছেন নেতানিয়াহু?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্রেগ উইলিয়ামস এবং লরা সন্ডার্সের উপরেও একই কারণে নজরদারি চালাচ্ছে মেট্রোপলিটান পুলিশ।
  • নির্বাচনের ঠিক আগে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জুয়ার অভিযোগ ওঠায় যথেষ্ট ব্যাকফুটে ঋষি সুনাকের দল।
  • প্রশ্ন উঠছে, তাহলে কি তড়িঘড়ি নির্বাচন ঘোষণার নেপথ্যে জুয়াড়িদের হাত রয়েছে?
Advertisement