গত বছর পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের যে সংক্ষিপ্ত সংঘর্ষ বেধেছিল, তাতে পরমাণু অস্ত্রের ব্যবহারও হতে পারত বলে একাধিক বার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি কার্যত উড়িয়ে দিয়ে রাষ্ট্রসংঘের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি জানালেন, এ রকম কোনও সম্ভাবনাই ছিল না।
সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে সাক্ষাৎকার দিয়েছেন গ্রোসি। সেখানে তিনি বলেন, "পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে, সে রকম কোনও ইঙ্গিত মেলেনি।" তবে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানান গ্রোসি। পাশাপাশিই তিনি বলেন, "আন্তর্জাতিক চুক্তি মেনেই কাজ করে আইএইএ। আমরা কোনও আন্তর্জাতিক নজরদার সংস্থা নই। পাকিস্তান বা ভারত কেউই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি। তার কারণ রাজনৈতিক বা অন্য কিছুও হতে পারে।"
প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এর পরেই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। ভারতীয় সেনার সেই অভিযানের নাম অপারেশন সিঁদুর। এর পরেই পাকিস্তান ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে। ভারত সরকার জানিয়েছে, তারা পাকিস্তানের হামলা প্রতিহত করে প্রত্যাঘাতও করেছে। সীমান্তে দিন দুয়েকের টানাপড়েন চলার পর দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়।
