shono
Advertisement

Breaking News

North Korea

দক্ষিণ কোরিয়ার পরে এবার কিমের নজরে জাপান! বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে ২ ক্ষেপণাস্ত্র

জাপানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল। কিছুদিন আগেই পেন্টাগনের তরফে দক্ষিণ কোরিয়াকে আদর্শ বন্ধু বলা হয়।
Published By: Anustup Roy BarmanPosted: 05:42 PM Jan 27, 2026Updated: 05:42 PM Jan 27, 2026

দক্ষিণ কোরিয়ার পরে এবার নজরে জাপান। উত্তর কোরিয়ার সর্বময় কর্তা কিম জং উন এবার দু'টি ক্ষেপনাস্ত্র ছুঁড়েছেন। মঙ্গলবার জাপান এই খবর জানিয়েছে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার যুগ্ম চিফ অফ স্টাফ জানিয়েছেন সিয়োল যাকে পূর্ব সাগর বলে, সেই এলাকায় দুটি প্রোজেক্টাইল দেখেছে তাঁরা। এই কথা জানিয়েছে জাপানি সেনা। জাপানি প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দুটি ক্ষেপনাস্ত্র সমুদ্রে পড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল। কিছুদিন আগেই পেন্টাগনের তরফে দক্ষিণ কোরিয়াকে আদর্শ বন্ধু বলা হয়। এরপরেই এই ক্ষেপনাস্ত্র হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পিয়ংইয়ং আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেসও আয়োজন করতে চলেছে। গত পাঁচ বছরের মধ্যে এটাই প্রথম কংগ্রেস। তাই এই বৈঠকের আগে শক্তি প্রদর্শন কিমের জন্য গুরুত্বপূর্ণ।

কিছুদিন আগেই চিনের সঙ্গে আলোচনা করতে যায় দক্ষিণ কোরিয়া। চিনের সঙ্গে আলোচনায় উত্তরের পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয়ে কথা হতে পারে মনে করে দেশের উত্তর-পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে কিমে জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানান, উত্তর কোরিয়ার রাজধানী অঞ্চল থেকে সকাল ৭.৫০ নাগাদ মিসাইল ছোঁড়া হয়েছে। প্রায় ৯০০ কিলোমিটার ভ্রমণ করে এই ক্ষেপণাস্ত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement