shono
Advertisement
Nobel Prize

কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ে বিরাট অবদান, পদার্থবিদ্যায় নোবেলজয় ৩ বিজ্ঞানীর

নোবেল পুরস্কার পেলেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস।
Published By: Kishore GhoshPosted: 03:37 PM Oct 07, 2025Updated: 04:17 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে পদার্থবিদ্যায় তিন জন মার্কিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেতে চলেছেন। মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ে বিশেষ অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস। 

Advertisement

এক বিবৃতিতে স্টকহোমের রয়্যাল সুইডিস অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, "বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারে" বড় ভূমিকার জন্য তিন বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল কমিটির চেয়ারপার্সন ওললে এরিকসসন বলেন, "শতাব্দী প্রাচীন কোয়ান্টাম মেকানিক্স যেভাবে ক্রমাগত নতুন নতুন চমক আনছে তা উদযাপন করতে পারা একটা অসাধারণ ব্যাপার। কারণ কোয়ান্টাম মেকানিক্স হল সমস্ত ডিজিটাল প্রযুক্তির ভিত।" উল্লেখ্য, আমাদের আশপাশে কোয়ান্টাম প্রযুক্তির অন্যতম উদাহরণ হল কম্পিউটার মাইক্রোচিপের ট্রানজিস্টারগুলি। 

নোবেল কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই বছরের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর-সহ পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের সুযোগ করে দিয়েছে।" উল্লেখ্য, পুরস্কারজয়ী তিন জনই মার্কিন বিজ্ঞানী। তারা ১১ মিলিয়ান সুইডিস ক্রাউন অর্থাৎ ১.২ মিলিয়ান ডলার পুরস্কারমূল্য পাবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরস্কারজয়ী তিন জনই মার্কিন বিজ্ঞানী।
  • কোয়ান্টাম প্রযুক্তির অন্যতম উদাহরণ হল কম্পিউটার মাইক্রোচিপের ট্রানজিস্টারগুলি। 
Advertisement