সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ত্রাতা ভারত। পড়শি দেশগুলির আবেদনে সাড়া দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে এবার নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদের ফেরানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।
শনিবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে অপারেশন সিন্ধুর মাধ্যমে এবার ইরানে আটকে পড়া সেদেশের নাগরিকদেরও উদ্ধার করে দেশে ফেরাবে ভারত। নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ইতিমধ্যেই একটি হেল্প লাইন নম্বরও চালু করেছে ইরানের ভারতীয় দূতাবাস।
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে নয়াদিল্লি। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকালে আরও একটি বিমান নেমেছে দিল্লিতে। আজ সন্ধেয় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা। দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরাবেন সেই সেই রাজ্যের সরকার।
সব মিলিয়ে পড়ুয়া এবং তীর্থযাত্রী মিলিয়ে প্রায় হাজারখানেক ভারতীয় ইরানে আটকে। বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্বে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে যুদ্ধজর্জর ইরান থেকে সরিয়ে আনা হয়েছে। শুক্র ও শনিবার সিংভাগ ভারতীয়ই দেশের মাটিতে পা রাখতে পারবেন বলে আশাবাদী বিদেশমন্ত্রক। আসলে শুরুর দিকে ভারতীয়দের দেশে ফেরাতে সমস্যা হচ্ছিল কারণ ইরানের আকাশসীমা বন্ধ ছিল। এবার ইরান ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে। ফলে দ্রুত অবশিষ্ট ভারতীয়দের ফেরানো যাবে বলে আশাবাদী দিল্লি। এই পরিস্থিতিতে এবার নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদেরও ফেরানোর সিদ্ধান্ত নিল ভারত।
