shono
Advertisement

বালাকোটে খতম ২০০ জঙ্গি! পাক সেনা আধিকারিকের ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা

দেখুন পাক সেনা আধিকারিকের সেই চাঞ্চল্যকর ভিডিও৷ The post বালাকোটে খতম ২০০ জঙ্গি! পাক সেনা আধিকারিকের ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:49 PM Mar 13, 2019Updated: 08:49 PM Mar 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৬ ফেব্রুয়ারি পাক ভূমিতে ঢুকে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা৷ বালাকোট, মুজফ্ফরাবাদ ও চাকোতিতে গুঁড়িয়ে দেওয়া হয় তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির৷ নয়াদিল্লির দাবি করে সঠিক লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে সেনা৷ এবং সন্ত্রাসদমন অভিযানে খতম হয়েছে একাধিক জইশ জঙ্গি৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রথম থেকেই ভারতের এই দাবি উড়িয়ে এসেছে পাকিস্তান৷ তবে এবার সম্ভবত তাদের সমস্ত জারিজুরি ও মিথ্যা আন্তর্জাতিক মহলে ফাঁস হতে চলেছে৷ কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এমন একটি ভিডিও, যেখানে এক পাক সেনা আধিকারিক নিজের মুখে ২০০ জঙ্গির মৃত্যুর কথা স্বীকার করতে দেখা গিয়েছে৷

Advertisement

[বালাকোট থেকে জঙ্গিদের মৃতদেহ সরিয়েছে পাক সেনা, দাবি সমাজকর্মীর ]

টুইটারে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে দেখা গিয়েছে পাক সেনার এক আধিকারিক সাধারণ নাগরিকদের সঙ্গে বসে রয়েছেন৷ তাঁদের একাধিক বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন৷ তাঁর কোলে রয়েছে একটি শিশু৷ এবং শিশুটিকে কোলে নিয়ে ওই সেনা আধিকারিক বলছেন, ‘খুব কম মানুষই এই সুযোগ পায়৷ যারা জেহাদের পক্ষে, তাঁরাই আল্লাহ-র থেকে একাজের সুযোগ পায়৷ গতকাল ২০০ জন গিয়েছিল৷ তাঁরা শহিদের মর্যাদা পেয়েছে৷’ বিশেষজ্ঞদের মতে, ওই পাক সেনা আধিকারিকের কথায় ব্যবহৃত ‘শহিদ’ শব্দটি এক্ষেত্রে উল্লেখযোগ্য৷ ‘শহিদ’-এর মর্যাদা তাঁরাই পায়, যাঁরা শত্রুর সঙ্গে লড়াইয়ে মৃত্যুবরণ করেন৷ ওই আধিকারিকের কথা এটাই প্রমাণ করে যে, সেদিন বালাকোটের জাব্বা এলাকায় ২০০ জনের মৃত্যু হয়েছে৷ এবং সম্ভবত সেই কারণেই ওই সন্দেহজনক মাদ্রাসার ধারে কাছে কোনও বিদেশি সংবাদমাধ্যমকে যেতে দিচ্ছে না পাক সেনা৷

[শিশুকে ভুলে বিমানবন্দরে ফেলে রেখেই চলে গেলেন মা!]

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ নাশকতা চালায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গি৷ এর বদলা নিতেই গত ২৬ নভেম্বর পাক ভূমিকে ঢুকে এয়ার সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা৷ খাইবার পাখতুনখোয়ার বালাকোট-সহ মুজফ্ফরাবাদ ও চাকোতির তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির নষ্ট করে দেয় ভারত৷ বায়ুসেনা জানায়, সন্ত্রাসদমন অভিযানে জইশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ খতম হয়েছে অনেক জঙ্গি৷ প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও, এই এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে পাকিস্তান৷ তবে ইমরান সরকার জানায়, ভারতীয় বায়ুসেনার তাঁদের বনভূমিতে গোলাবর্ষণ করেছে৷ কোনও মানুষের ক্ষতি না হলেও, এই হামলার নষ্ট হয়েছে কয়েক ডজন পাইন গাছ এবং মারা গিয়েছে কয়েকটি কাক৷ যার সত্যতা ঘিরে তৈরি হয়েছে তীব্র জল্পনা৷

The post বালাকোটে খতম ২০০ জঙ্গি! পাক সেনা আধিকারিকের ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement