shono
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুর ভিত্তিহীন! ভারতের রাষ্ট্রদূতকে জরুরি তলব করে তোপ পাকিস্তানের

ভারতের জঙ্গিদমন অভিযানের তীব্র নিন্দা পাকিস্তানের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:44 PM May 07, 2025Updated: 01:28 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor ) পরেই ভারতীয় রাষ্ট্রদূতকে জরুরি তলব করল পাকিস্তান (Pakistan)। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ভার‍ত যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি দমন অভিযান চালিয়েছে তার তীব্র নিন্দা করেছে ইসলামাবাদ। এমনকি অভিযানের নেপথ্যে ভারতের (India) উদ্দেশ্যকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

Advertisement

মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সকালেই ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা আধিকারিককে তলব করে পাক সরকার। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এই হামলা আসলে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত। রাষ্ট্রসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রথারও বিরোধী এই হামলা। আক্রমণ প্রসঙ্গে ভারত যাই সাফাই দিক না কেন, সেটা ভিত্তিহীন। ভারতের যাবতীয় দাবি নস্যাৎ করা হল বলেও বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে। ইসলামাবাদের মতে, ভারতের এই আচরণ আসলে আঞ্চলিক শান্তি ভঙ্গ করবে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর সাংবাদিক সম্মেলনে এসে বিদেশ সচিব বিক্রম মিসরি বলেন, পহেলগাঁও হামলার পরে বারবার জঙ্গিদমনের বার্তা দিয়েছে গোটা বিশ্ব। তা সত্ত্বেও পাকিস্তানের টনক নড়েনি। জঙ্গিদমনের কোনও পদক্ষেপ করা হয়নি ইসলামাবাদের তরফে। তাই ভার‍ত নিজেকে রক্ষার জন্য পদক্ষেপ করেছে। এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতির উল্লেখ করেন বিদেশ সচিব। পহেলগাঁও হামলার পরেই জারি হওয়া এই বিবৃতিতে বলা হয়েছিল, এই হামলার নেপথ্যে থাকা চালিকাশক্তিকে আটকানো দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সেই বিবৃতি অনুসারেই পদক্ষেপ করেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার।
  • বুধবার সকালেই ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা আধিকারিককে তলব করে পাক সরকার।
  • অপারেশন সিঁদুরের পর সাংবাদিক সম্মেলনে এসে বিদেশ সচিব বিক্রম মিসরি বলেন, পহেলগাঁও হামলার পরে বারবার জঙ্গিদমনের বার্তা দিয়েছে গোটা বিশ্ব।
Advertisement