সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে ১ লক্ষ টন চাল পাঠাচ্ছে ‘বন্ধু’ পাকিস্তান। ইতিমধ্যেই চাল কেনার দরপত্র আহ্বান করেছে শাহবাজ সরকার। জানা যাচ্ছে, ঢাকায় রপ্তানির জন্যই বিশেষভাবে এই চাল কেনার দরপত্র ডাক হয়েছে। শেখ হাসিনার পতনের পরই ক্রমশ কাছাকাছি আসতে শুরু করে বাংলাদেশ এবং পাকিস্তান। ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একাধিকাবার বার্তাও দিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। অন্যদিকে, শাহবাজের গলাতেও একই সুর শোনা গিয়েছিল। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে চাল রপ্তানির সিদ্ধান্ত নিল পাকিস্তান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে চালের দাম অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করে ইউনুস সরকার। চাল আমদানির জন্য বেশ কিছু দরপত্রও ডাকা হয়েছে। এই আবহে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘বন্ধু’ পাকিস্তান। উল্লেখ্য, অক্টোবর মাসে বাংলাদেশের বাজারে মোটা চালের দাম ছিল ৫২.৪৩ টাকা (বাংলাদেশি মুদ্রায়), মাঝারি দানার চালের দাম ছিল ৬২.৪৩ টাকা (বাংলাদেশি মুদ্রায়) এবং সরু দানার চালের দাম ছিল ৭৭.১০ টাকা (বাংলাদেশি মুদ্রায়)।
প্রসঙ্গত, হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ ছিল বাংলাদেশের। কিন্তু তাঁর পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের দু'দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৫০ হাজার টন চাল বাংলাদেশে রপ্তানি করেছে পাকিস্তান।
