সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম মেধা বা এআইকে ব্যবহার করে কুকর্ম শুরু হয়েছে গোটা পৃথিবীজুড়ে। বাদ যাবে না ভারতও। এই অবস্থায় জি২০-র মঞ্চে এআইয়ের অপব্যবহার নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে তিনটি বিষয়ে নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর মধ্যে রয়েছে ডিপফেক, অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ। বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি অপব্যহার রুখতে নিয়ন্ত্রণেবিধি জারি করারও প্রস্তাব দিয়েছেন তিনি। ঠিক কী বলেছেন মোদি?
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে শহরে জি২০ সম্মেলনের রবিবার ছিল দ্বিতীয় দিন। সেখানে নিজের বক্তব্যে এআই প্রযুক্তিকে বেশি করে মানবকল্যাণে ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “এআই যে গোটা পৃথিবীর কল্যাণে ব্যবহার হচ্ছে, এর অপব্যবহার হচ্ছে না— তা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে।" এর জন্য নীতি নির্ধারণের কথা বলেন তিনি। প্রযুক্তির নিরাপত্তা এবং স্বচ্ছতা যাতে করে বজায় থাকে। তিনি বলেন, "ডিপফেক, অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে এর ব্যবহার বন্ধ করতে কড়া নিয়ন্ত্রণবিধির প্রয়োজন হবে।"
গোটা বিশ্বজুড়েই এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একাধিক প্রযুক্তি বিজ্ঞানীর দাবি,প্রযুক্তি বিপ্লবের এই নয়া আবিষ্কারে ক্ষতি হবে মানবসভ্যতার। এই বিষয়ে জি২০-র মঞ্চে মোদির মন্তব্য, র কাজ হওয়া উচিত মানুষের ক্ষমতা বৃদ্ধি করা। তবে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত দায়িত্ব সবসময় মানুষের হাতেই থাকা উচিত। পাশাপাশি ভারতের এআই মিশনের কথাও জানান মোদি। তিনি বলেন, “ভারতের এআই মিশন প্রতিটি জেলা এবং ভাষা-সহ ভারতের প্রতিটি অংশে এআই-এর সুবিধাগুলি পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে।” উল্লেখ্য, এদিন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন মোদি।
