shono
Advertisement

Breaking News

Pope Francis: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস, শ্বাসকষ্ট নিয়ে ভরতি রোমের হাসপাতালে

কেমন আছেন পোপ ফ্রান্সিস?
Posted: 09:16 AM Mar 30, 2023Updated: 09:27 AM Mar 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ পোপ ফ্রান্সিস (Pope Francis)। ভরতি রোমের হাসপাতালে। আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে। ভ্য়াটিকানের তরফে জানানো হয়েছে, পোপের শ্বাসযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট ভুগছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করতেই দেখা যায়, অশীতিপর পোপের শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে।

Advertisement

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, রুটিন শারীরিক পরীক্ষার জন্যই পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অবশ্য বয়ান বদল করে জানান, শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন পোপ ফ্রান্সিস। চিকিৎসার স্বার্থে আপাতত কিছুদিন তাঁকে জেমিলি হাসপাতালেই থাকতে হবে। গুজব ছড়়িয়েছিল, ক্যাথলিক খ্রিষ্টধর্মের প্রধান করোনা আক্রান্ত। সেই গুজব অবশ্য উড়িয়ে দিয়েছেন ব্রুনি।

[আরও পড়ুন: ‘কেউ আমাকে ছুঁতেও পারবে না’, ভিডিও প্রকাশ করে বার্তা পলাতক অমৃতপালের]

এ মাসেই ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের কার্যকালের ১০ বছর পূর্ণ হবে। সেই সূত্রে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল তাঁর। তবে আপাতত সে সমস্ত বাতিল করা হয়েছে। বছর দুয়েক ধরেই শরীরটা ভাল যাচ্ছে না ফ্রান্সিসের। ২০২১ সালে হজমে গণ্ডগোল, অন্ত্রে প্রদাহ নিয়ে এই জেমিলি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। সেই সময় পোপের অন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। তবে দ্রুতই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এরপর থেকে হাঁটুর ব্যথায় কাবু তিনি। বিভিন্ন সময় পোপকে হুইল চেয়ারে করে ঘুরতে দেখা গিয়েছে। যন্ত্রণায় কাবু পোপ বহু অনুষ্ঠান বাতিলও করেছেন। এবার শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হলেন তিনি।

[আরও পড়ুন: শতরূপ ঘোষের ২২ লাখি বিলাসবহুল গাড়ি! নেটদুনিয়ায় বামপন্থীদেরই রোষানলে যুব নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement