shono
Advertisement
Saudi Arabia

ভারতীয়দের উপরে সাময়িক ভিসা-নিষেধাজ্ঞা জারি সৌদি আরবে! নিষিদ্ধ পাকিস্তান-বাংলাদেশও

কোন কোন দেশ রয়েছে তালিকায়?
Published By: Biswadip DeyPosted: 12:54 PM Apr 07, 2025Updated: 12:54 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ করল সৌদি আরব। এই দেশগুলির মধ্যে রয়েছে ভারতেরও নাম। বাকি দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ও বাংলাদেশ। জানানো হয়েছে, অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। জুনের মধ্যবর্তী সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

Advertisement

কোন কোন দেশ রয়েছে তালিকায়? দেশগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, জর্ডন, আলজেরিয়া, টিউনিসিয়া, সুদান, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, মরক্কো ও ইয়েমেন। জানা যাচ্ছে, এর মধ্যে যাঁরা ইতিমধ্যেই উমরাহ ভিসা পেয়েছেন, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

কিন্তু কেন সাময়িক ভাবে এই দেশগুলির নাগরিকের ক্ষেত্রে এমন পদক্ষেপ করল সৌদি? এর পিছনে অন্যতম উদ্দেশ্য হজের জন্য যথাযথ পদ্ধতিতে নাম নথিভুক্ত না করিয়ে অবৈধ ভাবে তাতে অংশ নেওয়া আটকানো। কেননা এই অতিরিক্ত ভিড়ের ফলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। প্রসঙ্গত, ২০২৪ সালে হজের সময় একটি বিশৃঙ্খলার ঘটনায় প্রাণ হারান ১২০০ মানুষ। বলে রাখা ভালো, সৌদি আরবে একটি কোটা ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে প্রতিটি দেশ থেকে আসা হজযাত্রীদের সংখ্যা নির্দিষ্ট করা যায়। কিন্তু বহু মানুষ বেআইনিভাবে হজে অংশ নিতে সৌদি আরবে প্রবেশ করেন বলেই অভিযোগ।
আরও একটি কারণ রয়েছে- বেআইনি কর্মসংস্থান। কর্তৃপক্ষের দাবি, ব্যবসা অথবা পারিবারিক ভিসা ব্যবহার করে এখানে এসে অননুমোদিতভাবে কাজ করা শুরু করেন। এর ফলে ভিসার আইন লঙ্ঘিত হয়। এবং শ্রমের বাজারে বিশৃঙ্খলা দেখা দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৪টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ করল সৌদি আরব।
  • এই দেশগুলির মধ্যে রয়েছে ভারতেরও নাম। বাকি দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ও বাংলাদেশ।
  • জানানো হয়েছে, অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে।
Advertisement