সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। ইস্তফা দিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। এর আগে তিনি দাবি করেছিলেন, ১৩ জুলাই পদত্যাগ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা না করায় প্রশ্ন উঠেছিল, আদৌ কি গদি ছাড়বেন গোতাবায়া? এদিকে দেশ ছেড়ে মালদ্বীপে পৌঁছেও ঠাঁই মেলেনি। তাই সেই দেশ ছেড়ে বিমানে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছেন রাজাপক্ষে। আর তারপরই তাঁর ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনাকে। স্পিকারের দপ্তরের তরফে চিঠিটির প্রাপ্তিস্বীকারও করা হয়েছে।
এদিকে মঙ্গলবার গভীর রাতে দেশ ছেড়ে মালদ্বীপের একটি রিসোর্টে সপরিবার ঘাঁটি গাড়লেও শেষ পর্যন্ত একদিনের মধ্যে প্রবল জনরোষের মুখে পড়ে সেই দেশও ছাড়তে হয়েছে গোতাবায়াকে। বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপরই জানা যায়, ইস্তফা দিয়েছেন প্রবীণ রাজনীতিক।
[আরও পড়ুন: ‘কোনও শব্দকেই নিষিদ্ধ করা হয়নি সংসদে’, বিতর্কের মধ্যেই জানালেন লোকসভার স্পিকার]
এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ নশিদ রাজাপক্ষের ইস্তফা প্রকাশের খবরে কার্যত উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ”প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দিয়েছেন। আমি আশা করি, শ্রীলঙ্কা এবার নতুন পথে এগিয়ে যেতে পারবে। আমার বিশ্বাস, শ্রীলঙ্কায় থাকলে রাজাপক্ষে ইস্তফা দিতেন না। কেননা তাঁর প্রাণের ভয় ছিল। আমি মালদ্বীপ সরকারের বিবেচনামূলক পদক্ষেপের প্রশংসা করছি। শ্রীলঙ্কার জনগণের জন্য আমার শুভেচ্ছা রইল।”
এদিকে তিনি সিঙ্গাপুরে পৌঁছলেও সেখানও যে পাকাপাকি আশ্রয় তিনি পাচ্ছেন না, তা পরিষ্কার করে দিয়েছে সেখানকার বিদেশমন্ত্রক। সরকারি বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাজাপক্ষে সিঙ্গাপুরে আসছেন ‘ব্যক্তিগত সফরে’। এখানে থাকার জন্য কোনও অনুরোধ তাঁর তরফে করা হয়নি। অর্থাৎ এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে, ‘অতিথি’ হিসেবে স্বাগত হলেও এখানে দীর্ঘদিন থাকতে দেওয়া হবে না রাজাপক্ষেকে।
গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আঁচ করেছিলেন গোতাবায়া। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। এরপর মঙ্গলবার গভীর রাতে দেশছাড়া হন। এখনও পরিষ্কার নয়, শেষ পর্যন্ত কোথায় ঠাঁই গাড়বেন তিনি। তবে শোনা যাচ্ছে, সিঙ্গাপুর থেকে তিনি হয়তো সৌদি আরবে যাবেন। এখন দেখার, দেশত্যাগী রাজাপক্ষেকে আশ্রয় দেয় কোন দেশ।
[আরও পড়ুন: মাত্র দু’মিনিটে শেষ এক বোতল মদ, বাজি ধরে মর্মান্তিক পরিণতি যুবকের]