shono
Advertisement
Narendra Modi

মোদি-মাস্ক বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগ টেসলার, ভারতীয়দের জন্য কত পদ?

কারখানা চালু হলেই ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:48 AM Feb 18, 2025Updated: 10:48 AM Feb 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা। দিনকয়েক আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন ধনকুবের এলন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের দিনকয়েক পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা। আপাতত দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছে তারা।

Advertisement

দীর্ঘদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, ভারতে আসবেন টেসলার উচ্চ আধিকারিকরা। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সবমিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার। নির্বাচন চলাকালীন ভারতে মোদি-মাস্ক সাক্ষাৎ হতে পারে, এমন খবরও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ভারতে আসেননি টেসলা কর্তা। তার বদলে তিনি পাড়ি দেন চিনে। সেই নিয়ে জল্পনা শুরু হয়, তাহলে কি ভারতে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে টেসলা?

তবে সেই আশঙ্কা অমূলক। মোদির সঙ্গে মাস্কের বৈঠকের মাত্র কয়েকদিন পরেই ভারতে নিয়োগ করতে চলেছে টেসলা। লিঙ্কডইনের বিজ্ঞাপনে ইভি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি এবং মুম্বইয়ে মোট ১৩টি পদে আপাতত নিয়োগ করা হবে। সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদগুলি দিল্লিতে। কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট নিয়োগ করা হবে মুম্বইতে।

উল্লেখ্য, ২০২৩ সালেও আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই বৈঠকের পরই মাস্ক জানিয়ে দেন, তাঁর সংস্থা টেসলা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। শোনা গিয়েছিল, কারখানা চালু হলেই ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে। গাড়ির দাম থাকবে ২০ লক্ষের মধ্যে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এবার হয়তো দুপক্ষ সহমত হয়েছে, লিঙ্কডইন পোস্ট থেকেই ইঙ্গিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, ভারতে আসবেন টেসলার উচ্চ আধিকারিকরা।
  • লিঙ্কডইনের বিজ্ঞাপনে ইভি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি এবং মুম্বইয়ে মোট ১৩টি পদে আপাতত নিয়োগ করা হবে।
  • ২০২৩ সালেও আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই বৈঠকের পরই মাস্ক জানিয়ে দেন, তাঁর সংস্থা টেসলা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।
Advertisement