সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানমার আতঙ্ক এবার নেপালে। শুক্রবার সন্ধ্যা ৭.৫২ নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ। গোটা উত্তর ভারতে অনুভূত হল এই কম্পন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা যাচ্ছে, শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৫২ নাগাদ হঠাৎ এই কম্পন অনুভব করেন স্থানীয়রা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২০ কিলোমিটার নিচে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে গোটা উত্তর ভারতে অনুভূত হয়েছে এই কম্পন। সাম্প্রতিক মায়ানমারে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
উল্লেখ্য, সম্প্রতি তীব্র ভূমিকম্পে কেঁপে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। যার উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভারত, বাংলাদেশেও প্রভাব পড়ে এই ভূমিকম্পের। এছাড়া মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেশী থাইল্যান্ডও। সেখানেও ভেঙে পড়ে একের পর এক বহুতল, ব্রিজ। কয়েক মিনিটের ব্যবধানে ফের কম্পন অনুভূত হয়। সেই ‘আফটারশকে’র মাত্রা ছিল ৬.৭। এরপরও চলতে থাকে লাগাতার আফটারশক। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ।
ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করে ইসরোর তরফে জানানো হয়েছে, ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের ফাটলের কাছে অবস্থিত মায়ানমার। এই ভারতীয় প্লেট প্রতিবছর ৫ সেন্টিমিটার হারে ইউরেশিয়ান প্লেটের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও এই অংশে রয়েছে বেশকিছু ফল্ট জোন। ‘সাংহাই ফল্ট’ এর মধ্যে অন্যতম। এই ভৌগলিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে মায়ানমারে। তবে শুধু মায়ানমার নয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলের তালিকায় নেপালও ভবিষ্যতে এখানে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।