সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন শরতের আকাশ! কখনও মেঘলা, কখনও ঝকঝকে নীল। তিনি কখন কী করেন, আঁচ পাওয়া সত্যিই কঠিন। এতদিন 'মেক আমেরিকা গ্রেট এগেইন' বলে চলার এবার তিনি মনে নিলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি প্রতিভা আনা দরকার আমেরিকায়। রিপাবলিকান নেতা স্বীকার করেছেন যে, দীর্ঘ সময় বেকার থাকা আমেরিকানদের ব্যাপক প্রশিক্ষণ ছাড়া প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে নিয়োগ করা সম্ভব নয়। এবং এসব ক্ষেত্রে দক্ষ বিদেশি নাগরিকদের প্রয়োজন।
ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ''অনেক প্রতিভা নিয়ে আসা প্রয়োজন।'' ট্রাম্পের এহেন দাবির পর সঞ্চালক যখন বলেন, ''আমাদের এখানেও তো প্রতিভা রয়েছে'', জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ''না, এখানে নেই। তত বেশি প্রতিভা এখানে পাবেন না। লোককে তো শিখতে হবে। আপনিই তো আর কোনও বেকারকে তুলে এনে বলতে পারেন না, নাও তোমাকে কারখানায় চাকরি দিলাম।''
উল্লেখ্য, ২০২৪ সালে যত ভারতীয় এইচ-১বি ভিসার জন্য আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে মাত্র ৭০ শতাংশ সম্মতি পেয়েছিলেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দেয়। এক আদেশনামায় ভারতীয়দের ‘মার্কিন স্বপ্নে’ বিরাট আঘাত হানেন ট্রাম্প। এর ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়র আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্নে বড়সড় ধাক্কা খেলেন বলেই মনে করা হচ্ছে। এখন ওই ভিসা পেতে খরচ পড়ে ২১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৮ হাজার ৯৩৯ টাকা। পরিবর্ধিত ফি হবে ১ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে ৮৮ লক্ষ ১১ হাজার টাকা! এবার ফের অন্য সুরে কথা বলছেন ট্রাম্প! যা নিয়ে চর্চা তুঙ্গে।
