shono
Advertisement

Breaking News

Russia Ukraine

ভারতের ধাঁচেই আক্রমণ! রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের, ধ্বংস ৪০টি বিমান

তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটাই আকাশপথে সবচেয়ে বড় হামলা!
Published By: Anwesha AdhikaryPosted: 06:49 PM Jun 01, 2025Updated: 06:54 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ধাঁচেই এবার আক্রমণ শানাল ইউক্রেন! সূত্রের খবর, একসঙ্গে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস। ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায়। গত কয়েকদিন ধরে যে বোমারু বিমানগুলি ইউক্রেনে হামলা চালিয়েছে সেগুলিও ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু'টি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ। সেই হামলায় রাশিয়ার বোমারু বিমান Tu-95 এবং Tu22M3 ধ্বংস হয়েছে। একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায়। একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে। রাশিয়ায় নানা জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

রাশিয়ার তরফে এখনও সরকারিভাবে এই হামলা নিয়ে কিছু জানা যায়নি। তবে রাশিয়ার আর্কুস্তক এলাকার গভর্নর ইগর কোভজেভ জানিয়েছেন সেখানকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে বেলারুশের সংবাদসংস্থা নেক্সটার তরফে জানানো হয়েছে, ওলেনা এয়ারবেসেও ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার এই এয়ারবেসে পারমাণবিক অস্ত্রবাহী বিমানগুলি রাখা হয়। সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি এই ওলেনা। তবে রাশিয়ার তরফে সরকারিভাবে এই ঘাঁটিতে হামলার খবর জানানো হয়নি। ইউক্রেনের হামলায় হতাহতের খবর মেলেনি।

গত তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটাই আকাশপথে সবচেয়ে বড় হামলা, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। শোনা যাচ্ছে, 'পাভুতিনা' নামে একটি বিশেষ অপারেশনের মাধ্যমে রাশিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। আপাতত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সেনা এবং আমজনতাকে সরানো হচ্ছে। ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেটিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা। ইউক্রেনকে পালটা দেওয়ার জন্য জরুরি বৈঠক চলছে রাশিয়ায়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু'টি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ।
  • রাশিয়ার আর্কুস্তক এলাকার গভর্নর ইগর কোভজেভ জানিয়েছেন সেখানকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন।
  • 'পাভুতিনা' নামে একটি বিশেষ অপারেশনের মাধ্যমে রাশিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন।
Advertisement