shono
Advertisement

Breaking News

Rafale Fighter Jets

শক্তি বাড়িয়েছে ভারতের, এবার দুর্দমনীয় রুশ ফৌজকে রুখবে ইউক্রেনের ১০০ রাফালে

'ঐতিহাসিক চুক্তি', মন্তব্য করছেন জেলেনস্কি।
Published By: Kishore GhoshPosted: 02:36 PM Nov 19, 2025Updated: 03:18 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অপারেশ সিঁদুরে'র সময় ভারতের শক্তি ফ্রান্সের তৈরি রাফালে যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান, এবার দুর্দমনীয় রুশ ফৌজকে রুখতে ফ্রান্সের সঙ্গে সেই ১০০টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি করল ইউক্রেন। ইতিমধ্যে প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Advertisement

চুক্তি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ইউক্রেনকে ১০০টি যুদ্ধবিমান দেবে ফ্রান্স। এই চুক্তিকে 'ঐতিহাসিক' বলেছেন জেলেনস্কি। বিশেষজ্ঞরা মনে করছেন, ফ্রান্সের সঙ্গে এই চুক্তির ফলে ইউক্রেনের বিমান বাহিনীতে নতুন রক্ত সঞ্চালন হবে। এমনিতে ধারে ও ভারে রুশ সেনা অনেক এগিয়ে ইউক্রেনের সামরিক শক্তির তুলনায়। মারণ মিসাইল, ভয়ংকর বোমা, যুদ্ধবিমান, ড্রোন... সব কিছুই পুতিনের ভাণ্ডার অফুরন্ত। তথাপি কিছুদিন আগে কৌশলে রাশিয়াকে মাত দিয়েছে জেলেনস্কির সেনা। ড্রোন এবং মিসাইল হামলায় পর্যুদস্তু হয় রাশিয়া। এর সঙ্গে রাফালের অন্তর্ভুক্তিতে আরও শক্তি বাড়াল জেলেনস্কি বাহিনী। ফ্রান্স-ইউক্রেন অস্ত্র চুক্তিতে আরও একটি বিষয় স্পষ্ট। তা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজার চেষ্টা করলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখনই থামছে না।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, পাকিস্তান নাকি ভারতের ৬টি রাফালে যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও এই দাবির সপক্ষে কোনও যুক্তি দিতে পারেননি তিনি। তথাপি রাফালের কার্যকারিতা এবং ভারতীয় বিমানচালকদের নিয়েও প্রশ্ন তুলেছিল পাক সেনা। এতে অস্ত্রের বাজারে সুবিধা হবে বলে আশা করেছিল মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা। যদিও ভারতের হামলায় ধ্বংস হয়েছিল আমেরিকা (এফ-১৬) ও চিনের (জেএফ-১৭) তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০৩৫ সালের মধ্যে ইউক্রেনকে ১০০টি যুদ্ধবিমান দেবে ফ্রান্স।
  • তথাপি রাফালের কার্যকারিতা এবং ভারতীয় বিমানচালকদের নিয়েও প্রশ্ন তুলেছিল পাক সেনা।
Advertisement