সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই গ্রেপ্তার হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের অন্যতম মাস্টারমাইন্ড লরেন্স বিষ্ণোইর ভাই আনমোল। কিন্তু আমেরিকায় তার গ্রেপ্তারির কারণ খুনের অভিযোগ নয়। বেআইনি নথি নিয়ে মার্কিন মুলুকে প্রবেশের অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। সেই সঙ্গেই এও দাবি করা হয়েছে, তাকে প্রত্যর্পণের জন্য যতই অনুরোধ করুক ভারত সরকার, তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কেননা ভারতের মাটিতে অসংখ্য অপরাধে অভিযুক্ত আনমোলের বিরুদ্ধে এক্ষেত্রে গ্রেপ্তারির কারণ সম্পূর্ণ ভিন্ন।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভারতের মাটিতে একাধিক হাইপ্রোফাইল খুনের মামলায় অভিযুক্ত আনমোল। মহারাষ্ট্রের এনসিপি নেতা, অভিনেতা সলমন খান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে সন্দেহভাজন অভিযুক্ত এই ব্যক্তি গা ঢাকা দিয়ে ছিল আমেরিকাতে। জানা গিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে তাঁকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে জানা গিয়েছে, খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে যোগ রয়েছে আনমোলের। কিন্তু সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের সূত্রের দাবি, মার্কিন প্রশাসনের তরফে ইতিমধ্যেই ভারত সরকারকে জানানো হয়েছে আনমোলকে কোন অভিযোগে তারা গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে সে আইওয়ার পোট্টাওয়াট্টামি কাউন্টি জেলে রয়েছে।
উল্লেখ্য, এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনায় সরাসরি আনমোলের যুক্ত থাকার তথ্য হাতে পেয়েছে মুম্বই পুলিশ। তাঁর উদ্যোগেই শুটার নিয়োগ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া একাধিক অভিযুক্ত স্বীকার করেছে আনমোলের নির্দেশ মেনে এই কাণ্ড করেছে তারা। এমনকি এপ্রিল মাসে সলমানের বাড়িতে হামলা চালানোর সময় শুটারদের ৯ মিনিটের ভিডিও বার্তা দিয়েছিল ২৫ বছর বয়সি এই যুবক।