সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রপথে আমেরিকায় মাদক পাচার রুখতে ফের রুদ্রমূর্তি ধরল আমেরিকা। এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক পাচারকারী সন্দেহে ৪টি জাহাজ ধ্বংস করল মার্কিন নৌসেনা। এই হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে জানানো হয়েছে। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে এনেছে আমেরিকার ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। এই হামলার পর জাহাজে থাকা একজন মাত্র প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই চার যুদ্ধ জাহাজে হামলা চালায়। জাহাজগুলি ডিটিও জঙ্গি সংগঠন দ্বারা পরিচালিত। সেনার কাছে গোপন তথ্য ছিল, সমুদ্রের তথাকথিত মাদক পাচারের রুট ধরে যাচ্ছিল জাহাজগুলি। প্রতিটি জাহাজে বিপুল পরিমাণ মাদক মজুত ছিল। আন্তর্জাতিক জলসিমাতেই হামলা চালানো হয় জাহাজগুলিতে। এই হামলায় মার্কিন সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হেগসেথ আরও জানান, আমেরিকার নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে।
মার্কিন আধিকারিক এই মাদক পাচারকারিদের জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে তুলনা করেন। বলেন, এই মাদক সন্ত্রাসীরা জন্য আলো কায়দার চেয়েও বেশি আমেরিকানকে হত্যা করেছে। ফলে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যা যা করণীয় সবটাই করা হবে। আমরা ওদের ট্র্যাক করব, খুঁজে বের করব এবং হত্যা করব।
উল্লেখ্য, চলতি বছরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে সেনা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত সমুদ্রে নৌসেনার অভিযানে ৫৭ জনের মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সাগরে। এবার প্রশান্ত মহাসাগরেও নজরদারি বাড়াল আমেরিকা।
