shono
Advertisement
Tejas crash

ভারতীয় পাইলটের মৃত্যুর পরেও চলছে শো! প্রতিবাদে দুবাইয়ের অনুষ্ঠান বয়কট মার্কিন বায়ুসেনার

ভারতীয় পাইলটকে 'ভাই' বলে বিশেষ শ্রদ্ধার্ঘ্য রুশ বায়ুসেনার।
Published By: Anwesha AdhikaryPosted: 09:54 AM Nov 24, 2025Updated: 09:54 AM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার শো চলাকালীন মৃত্যু হয়েছে তেজস পাইলটের। তা সত্ত্বেও এয়ার শো চালিয়ে যাচ্ছেন আয়োজকরা! এই আচরণের প্রতিবাদ করে দুবাইয়ের এয়ার শো থেকে সরে দাঁড়ালেন মার্কিন বায়ুসেনার পাইলট মেজর টেলর হিস্টার। অন্যদিকে রাশিয়ার বায়ুসেনা অবশ্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়নি। তবে ভারতীয় পাইলটকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রদর্শন করেছে তারা।

Advertisement

শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট উইং কমান্ডার নমনশ সায়লের। কিন্তু নমনশের মৃত্যুর পরেও এয়ার শো বাতিল করেননি দুবাইয়ের আয়োজকরা। এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে মার্কিন বায়ুসেনার এফ ১৬ ভাইপার ডেমনস্ট্রেশন বাহিনীর কমান্ডার মেজর টেলর জানান, এয়ার শো'র শেষ পারফরম্যান্স বাতিল করছেন তাঁরা। ভারতীয় বায়ুসেনা পাইলট ও তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত।

নিজের ইনস্টাগ্রামে হিস্টার লেখেন, 'মর্মান্তিক দুর্ঘটনার ঘণ্টাখানেক পরেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ভেবেছিলাম সব বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দিব্যি সব হচ্ছে। তাই আমরা প্রস্তুতি নিয়েও ফাইনাল পারফরম্যান্স বাতিল করেছি। এয়ার শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও খুবই হতাশাজনক।' তবে শনিবার এয়ার শো'র শেষ দিনে পারফরম্যান্স করেছে রুশ বায়ুসেনা। তাদের তরফে বলা হয় 'যেসব ভাইয়েরা জীবনের শেষ উড়ান থেকে আর বেঁচে ফিরতে পারেননি, তাঁদের উৎসর্গ করেই এই এয়ার শো।'

গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ঘটনার সময় বিমান থেকে বেরিয়ে আসার সব চেষ্টা করেছিলেন পাইলট নমনশ সায়ল। কিন্তু সেই বিমানটি এতটাই নিচে নেমে গিয়েছিল যে আর বের হওয়া সম্ভব হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান।
  • শনিবার এয়ার শো'র শেষ দিনে পারফরম্যান্স করেছে রুশ বায়ুসেনা। তাদের তরফে বলা হয় 'যেসব ভাইয়েরা জীবনের শেষ উড়ান থেকে আর বেঁচে ফিরতে পারেননি, তাঁদের উৎসর্গ করেই এই এয়ার শো।'
  • গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে।
Advertisement