shono
Advertisement
Donald Trump

বিনোদনেও ট্রাম্পের শুল্ক-কাঁটা! আমেরিকার বাইরে তৈরি সিনেমায় ১০০% কর, বিপদে বলিউডও

আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমা আমেরিকায় মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।
Published By: Sucheta SenguptaPosted: 01:04 PM May 05, 2025Updated: 02:36 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক আর শুল্ক! দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখন শুধুই অন্যের উপর শুল্কের বোঝা চাপানো। এবার তাঁর এই খামখেয়ালিপনায় বিপদের মুখে পড়তে চলেছেন বিনোদন জগৎও। আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।

Advertisement

সম্প্রতি তাঁর এই নির্দেশিকায় কার্যত মাথায় হাত পড়েছে অন্যান্য বিদেশি প্রযোজনা সংস্থাগুলির। কারণ, তাদের প্রযোজিত সিনেমা আমেরিকায় মুক্তি পেলে ১০০ শতাংশ কর দিতে হবে, যা আর্থিকভাবে বিপুল অঙ্কের। তাতে লাভ-লোকসানের অঙ্ক এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। একই সমস্যার মুখে বলিউডও। এখানকার বহু সিনেমা আমেরিকা-সহ বিদেশের নানা জায়গায় মুক্তি পায়। তা থেকে ভালো মুনাফাও হয়। কিন্তু এবার ট্রাম্পের শুল্ক-কাঁটায় তা আটকে যাবে।

বিনোদন জগতে এহেন শুল্ক চাপানোর কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়া পোস্টে জানাচ্ছেন, ''আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি অতি দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। আমি বাণিজ্য দপ্তরকে বলব, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে মুক্তি পাচ্ছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর বিজ্ঞপ্তি জারি করা হোক। আমরা আমেরিকায় তৈরি সিনেমার পক্ষে। আমেরিকার বাইরে যে কোনও জায়গায় যে সিনেমা তৈরি হবে, তারা আমাদের এখানে রিলিজ করতে চাইলে ১০০ শতাংশ কর দিতে হবে।’’

 

কিন্তু ট্রাম্পের এহেন বক্তব্য কিছুটা বিভ্রান্তিমূলক। আমেরিকার বাইরে তৈরি হওয়া যে কোনও সিনেমা মুক্তির ক্ষেত্রে এই কর দিতে হবে, তা স্পষ্ট। কিন্তু কোনও মার্কিন পরিচালক বা প্রযোজক সংস্থা আমেরিকার বাইরে গিয়ে সিনেমার কাজ করলে তাঁদের উপরও কি করের বোঝা চাপবে? আসলে, এই  মুহূর্তে একগুচ্ছ শুল্কের চাপে হলিউডের অবস্থা টলমল। ওটিটি মাধ্যম জনপ্রিয় হওয়ায় সিনেমাহলে টিকিট বিক্রি কমেছে। এই অবস্থায় হলিউডের পুনরুজ্জীবনের জন্য বিপুল করের প্রস্তাব দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। আর ট্রাম্প শুল্ক চাপালেন আমেরিকার বাইরে বিনোদন জগতের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিনোদন জগতেও ট্রাম্পের শুল্ক-কাঁটা!
  • আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমা আমেরিকায় মুক্তিতে এবার ১০০ শতাংশ কর চাপল।
  • বিপাকে পড়তে পারে বলিউডও।
Advertisement