সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়াকে সাহায্য করায় একাধিক ভারতীয় সংস্থার উপর নেমে এল মার্কিন কোপ। প্রায় চারশো সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা, যার মধ্যে রয়েছে চার ভারতীয় সংস্থাও। আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন, যে কারণে এই কোপ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে শুরু থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়ে এসেছে ভারত। আন্তর্জাতিক মহলে একাধিকবার শান্তির পক্ষে সওয়াল করেছে দিল্লি। কিন্তু বেশ কিছু ভারতীয় সংস্থা বাণিজ্যিক লেনদেনে নানা জিনিসপত্র পাঠিয়ে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ আমেরিকার। তার জেরেই এই প্রথম ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। আমেরিকার বিদেশ বিভাগের তরফে জানানো হয়, যুদ্ধে রাশিয়াকে সহায়তা জোগানোয় ৪০০ সংস্থাকে নিষিদ্ধ করা হচ্ছে। ভারত, চিন, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, সুইজারল্যান্ডের মতো দেশের সংস্থাও এই তালিকায় রয়েছে।
যে চারটি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে অ্যাসেন্ট অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেড, মাস্ক ট্রান্স এবং ফুট্রেভোর নাম। আমেরিকা জানিয়েছে, ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন রুশ সংস্থাকে জাহাজে করে ৭০০-র বেশিবার জিনিসপত্র পাঠিয়েছে অ্যাসেন্ট অ্যাভিয়েশন, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমানের যন্ত্রাংশও। মাস্ক ট্রান্স নামের আরও একটি ভারতীয় সংস্থার নাম রয়েছে তালিকায়। প্রযুক্তিগতভাবে রাশিয়াকে সাহায্যের অভিযোগ উঠেছে টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেডের উপর। তারা রাশিয়াকে বৈদ্যুতিন সরঞ্জাম পাঠিয়েছে বলে অভিযোগ আমেরিকার। অন্যদিকে, ফুট্রেভো নামের সংস্থাটি বৈদ্যুতিন সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করেছে আমেরিকার দাবি। যে বা যারা এই কাজে তাদের সাহায্য করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বদ্ধপরিকর ওয়াশিংটন।