shono
Advertisement
UK

দলে দলে ব্রিটেন ছাড়ছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিরা! হঠাৎ কী হল?

ব্রিটেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলও।
Published By: Subhodeep MullickPosted: 05:58 PM Nov 25, 2025Updated: 09:49 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে দলে ব্রিটেন ছাড়ছেন ব্রিটিশ এবং ভারতীয় বংশোদ্ভূত ধনকুবেররা! সম্প্রতি সেদেশের সংবাদমাধ্যমের একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। যা নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের বাণিজ্য সচিব পিটার কাইল। কিন্তু হঠাৎ কী হল? আসলে ব্রিটেনের নতুন লেবার সরকার কর পরিকাঠামোয় আমূল বদল আনার পাশাপাশি, তা আরও কঠোর করেছে। তাতেই আপত্তি রয়েছে বহু ব্রিটিশ এবং ব্রিটিশ-ভারতীয়দের।

Advertisement

জানা গিয়েছে, ব্রিটেনে কিয়ের স্টারমারের সরকার ‘নন-ডোম বা নন ডোমিসাইল’ করছাড় সম্পূর্ণ ভাবে বাতিল করেছে। একইসঙ্গে সেদেশে শীঘ্রই কার্যকর হতে চলেছে উত্তরাধিকার কর। আগে ব্রিটেনে বসবাসকারী বিদেশি নাগরিকরা সেদেশে যা আয় করতেন, শুধুমাত্র তার উপরই কর দিতেন। কিন্তু এবার চাপানো হবে উত্তরাধিকার করও। শুধু তাই নয়, যাঁরা ব্রিটেন ছাড়াও অন্যান্য দেশে সম্পত্তি কিনে রেখেছেন, তাদের গুনতে হবে মোটা টাকার কর। এর পরিমাণ প্রায় ৪০ শতাংশ। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপরেও বসানো হয়েছে কর। লেবার পার্টি সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় ক্ষুদ্ধ ব্রিটেনের বিত্তশালী পরিবারের একাংশ। পাশপাশি, সরকারের এই সিদ্ধন্তে আপত্তি জানিয়েছেন বহু অনাবাসী ভারতীয়ও। সেই কারণেই তাঁরা দেশ ছাড়তে শুরু করেছেন। উন্নত শিক্ষাব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামোযুক্ত কোনও রাষ্ট্রে তাঁরা পাকাপাকিভাবে বসবাস করতে চাইছেন।

শোনা যাচ্ছে, করের ধাক্কায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থার কর্ণধার লক্ষ্মী মিত্তল ব্রিটেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ইস্পাত সংস্থার নাম আর্সেলর-মিত্তল। রাজস্থানে জন্মগ্রহণ করা লক্ষ্মী গত তিন দশক ধরে ব্রিটেনের বাসিন্দা। কিন্তু দেশের কর কাঠামোয় বদলের ফলে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশত্যাগের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি হরমন নারুলাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলে দলে দেশ ছাড়ছেন ব্রিটিশ ধনকুবেররা!
  • সম্প্রতি সেদেশের সংবাদমাধ্যমের একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
  • যা নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের বাণিজ্য সচিব পিটার কাইল।
Advertisement