সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল। ইতিমধ্যেই তিনশোর বেশি ইজরায়েলির মৃত্যুর কথা জানা গিয়েছে। পালটা হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর গর্জন, গাজা শহরের যেখানে হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্যেই তাঁদের প্রত্যাঘাতে গাজায় অন্তত ২৩০ জনের মৃত্যু হয়েছে। হামাসের বহু ঠিকানায় চালানো হচ্ছে বিমান হামলা।
শনিবার ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয় হামাসের হামলা। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! পরে কয়েকশো হামাস জঙ্গি ঢুকে পড়ে ইজরায়েলে। বহু মানুষকে পণবন্দি করার কথা জানা গিয়েছে। রেহাই নেই বিদেশিদেরও। তাদের হামলায় ৭ জন নেপালির আহত হওয়া ও ১৭ জনের পণবন্দি হওয়ার কথা জানা গিয়েছিল শনিবারই।
[আরও পড়ুন: রয়েছে নিজস্ব পাঁচালি, বিশেষ রীতিতে গোস্বামী বাড়ির দুর্গাপুজো পড়ল ৩৪০ বছরে]
দিনটাকে ‘কালো দিন’ বলে বর্ণনা করেছেন নেতানিয়াহু। জানিয়ে দিয়েছে, তাঁর সেনা সর্বশক্তি প্রয়োগ করে পালটা মারে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসকে অকেজো করবেই। তাঁর কথায়, ”আমরা ওদের তিক্ততার শেষ পর্যায় পর্যন্ত আঘাত করব। ইজরায়েল ও তার জনগণের উপর তারা যে কালো দিনটি নামিয়ে এনেছে তার প্রতিশোধ নেব।”
এদিকে ইজরায়েলের সেনা মুখপাত্রের দাবি, হামাস জঙ্গিরা ইজরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে। সাধারণ জনতার উপরে চলছে অত্যাচার। এহেন পরিস্থিতিতে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সতর্কতা অবলম্বনের আর্জি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে নিরাপত্তার প্রোটোকলগুলি মানতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সকলেই ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
[আরও পড়ুন: ফের ডেঙ্গুতে মৃত্যু রাজ্যে, গত একমাসে স্রেফ বনগাঁ পুরসভায় মৃত অন্তত ৪]
ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।