প্রতীক্ষার অবসান। সোমবার মুম্বইয়ে বসল মহিলাদের আইপিএলের অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। মোট ৪৪৮ ক্রিকেটারকে এদিন নিলামে তোলা হবে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মাথাপিছু খরচ করতে পারবে ১২ কোটি টাকা। জেনে নিন নিলামের খুঁটিনাটি।
রাত ৮.৪৫: পুনম যাদবকে শেষবেলায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয় দিল্লি। নিলামের প্রথম ক্রিকেটারের মতো তালিকার শেষ ক্রিকেটারকেও কিনল আরসিবি। শাহানা পাওয়ার ১০ লক্ষ টাকায় সই করলেন বেঙ্গালুরুতে।
রাত ৮.২৫: ভারতীয় বোলার পরুনিকা সিসোদিয়াকে ১০ লাখে তুলে নিল গুজরাট। একই অঙ্কে শবনম শাকিলকেও পেল দল।
রাত ৮.১০: প্রথমে অবিক্রিত থাকলেও অবশেষে ৬০ লক্ষ দিয়ে সুষমা বর্মাকে কিনে নিল গপজরাট টাইটান্স।
সন্ধে ৭.২৫: ৩৫ লক্ষ টাকার বিনিময়ে কনিকা আহুজাকে পেল আরসিবি। ১০ লক্ষ দিয়ে শ্রেয়াঙ্কা পাতিল ও আশা শোবানাকে তুলে নিল তারা।
সন্ধে ৭.০৬: ফ্র্যাঞ্চাইজিদের রীতিমতো চাপে ফেলে দিচ্ছেন ভারতীয় অলরাউন্ডাররা। তাঁকে দলে নেওয়ার মরিয়া প্রয়াস চালায় দিল্লি। কিন্তু শেষমেশ ইউপি ওয়ারিয়র্স ১ কোটি ৪০ লক্ষ দিয়ে তাঁকে কিনে নিল।
বিকেল ৫.৩০: অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সহ-অধিনায়ক শোয়েতা শেরাওয়াত নিয়ে দড়ি টানাটানি হল দিল্লি ও ইউপির মধ্যে। শেষমেশ ৪০ লক্ষ দিয়ে তাঁকে কিনে নিল ইউপি ওয়ারিয়র্স।
বিকেল ৫.২০: ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানার দর উঠল ৭৫ লক্ষ টাকা। গুজরাট টাইটান্সের জার্সিতে খেলবেন তিনি।
বিকেল ৫.১০: ভারতীয় অলরাউন্ডার রাধা যাদবকে বেস প্রাইস ৪০ লক্ষে পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস। ভারতীয় মিডিয়াম পেসার শিখা পাণ্ডেকেও পেল দিল্লি। ৬০ কোটির বিনিময়ে সই করলেন তিনি। উঠতি ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নজরকাড়া তরুণী তিতাস সাধু। ২৫ লক্ষ টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলে যোগ দেবেন তিনি।
বিকেল ৪.৪৫: ভারতীয় স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়কে ৪০ লক্ষের বিনিময়ে নিল ইউপি ওয়ারিয়র্স। তবে প্রথম বিডে অবিক্রিত থেকে গেলেন পুনম যাদব। আরেক ভারতীয় বোলার অঞ্জলি শর্বানী ৫৫ লক্ষের বিনিময়ে খেলবেন ইউপি ওয়ারিয়র্সের জার্সিতে।
বিকেল ৪.৩০: একের পর এক ভারতীয়কে তুলে নিয়ে চমক দিচ্ছে আরসিবি। এবার উইকেটকিপার তথা বাংলার মেয়ে রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় পেয়ে গেল তারা। বেঙ্গালুরুর সঙ্গে রিচার জন্য দীর্ঘক্ষণ দড়ি টানাটানি করে দিল্লি। তাঁকে নেওয়ার আগ্রহ তুঙ্গে থাকলেও প্রথম বিডে বিক্রি হননি আরেক উইকেটকিপার সুষমা বর্মা।
বিকেল ৪. ২০: হরমনপ্রীত কৌরের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন অলরাউন্ডার পূজা ভস্ত্রকর। ১.৯ কোটি টাকায় বিকোলেন তিনি। ৪০ লক্ষের বিনিময়ে গুজরাট টাইটান্স নিল হার্লিন দেওলকে।
দুপুর ৩.৫৫: ডব্লিউপিএলে ভারতীয়দের জয়জয়কার। ব্যাটার শেফালি বর্মাকে পেতে ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু স্বপ্নভঙ্গ হল দিল্লি দর হাঁকতেই। ২ কোটির বিনিময়ে তাঁকে পেল দিল্লি ক্যাপিটালস।
দুপুর ৩.৫০: ভারতীয় তারকা ব্যাটার জেমিমা রডরিগেডের দিকে নজর ছিল গোটা ক্রিকেট দুনিয়ার। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ২.২ কোটি টাকায় তাঁকে পেল দিল্লি ক্যাপিটালস।
দুপুর ৩.৪০: তাহলিয়া ম্যাকগ্রাফকে ১.৪ কোটিতে ইউপি ওয়ারিয়র্স, অজি তারকা বেথ মুনিকে ২ কোটির বিনিময়ে গুজরাট ও কিউয়ি অলরাউন্ডারকে এক কোটি দিয়ে কিনে নিল আমেলিয়া কের।
দুপুর ৩.৩৮: চড়া দাম উঠল ইংল্যান্ডের ন্যাট স্কিভারের। ইউপি ওয়ারিয়র্সকে পিছনে ফেলে ৩.২ কোটি টাকায় তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
দুপুর ৩.৩৩: বোলিং বিভাগও শক্তিশালী করতে বদ্ধপরিকর বেঙ্গালুরু। ভারতীয় দলের ফাস্ট বোলার রেনুকা সিংকে পেয়ে গেল তারা। তাঁর দাম উঠল দেড় কোটি টাকা।
দুপুর ৩.২০: বিপুল দাম পেলেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। বেস প্রাইস ৫০ লক্ষ টাকার তারকাকে পেতে ঝাঁপিয়েছিল দিল্লি ও গুজরাট। তবে তাদের পিছনে ফেলে ২.৬ কোটিতে দীপ্তিকে তুলে নিল ইউপি ওয়ারিয়র্স।
দুপুর ৩.১০: চড়া দামে ক্রিকেটার কিনে ঘর গোছাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরিকে ১.৭ কোটি টাকায় পেল দল।
দুপুর ৩.০৫: অজি অলরাউন্ডার গার্ডনারকে ৩.২ কোটি টাকা দিয়ে কিনে নিলামে খাতা খুলল গুজরাট টাইটান্স। তবে প্রথম বিডে দল পেলেন না ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউ।
দুপুর ৩.০০: ফের বাজিমাত আরসিবির। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে ন্যূনতম মূল্য ৫০ লক্ষ দিয়ে কিনে নিল দল।
দুপুর ২.৫৫: ভারতীয় প্রমিলাবাহিনীর অধিনায়ক হরমনপ্রীত কৌরকে পেল মুম্বই ইন্ডিয়ান্স। ১ কোটি ৮০ লক্ষের বিনিময়ে তিনি খেলবেন নীতা আম্বানির দলে।
দুপুর ২.৫০: স্মৃতি মন্ধানাকে দিয়ে শুরু প্রথমবারের মহিলাদের নিলাম। শুরুতেই ধামাকা। ভারতীয় ব্যাটারকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নিল বেঙ্গালুরু। তাঁর ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ।
দুপুর ২.৩৫: নিলামে উঠবেন ভারতের ২৪৬ জন ক্রিকেটার। পাশাপাশি ইংল্যান্ড (২৭), অস্ট্রেলিয়া (২৮), নিউজিল্যান্ড (১৯), দক্ষিণ আফ্রিকা (১৭), ওয়েস্ট ইন্ডিজ (২৩), শ্রীলঙ্কা (১৫), বাংলাদেশ (৯), আয়ারল্যান্ড (৬), জিম্বাবোয়ে (১১), আমিরশাহি (৪), হংকং (১), থাইল্যান্ড (১), নেদারল্যান্ডস (১) ও আমেরিকা যুক্তরাষ্ট্রের (১) ক্রিকেটারকেও কেনা যাবে নিলামে।
দুপুর ২.৩০: উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমে খেলবে মোট পাঁটি দল।
১. মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই)
২. দিল্লি ক্যাপিটালস (দিল্লি)
৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বেঙ্গালুরু)
৪. গুজরাট জায়ান্টস (আমদাবাদ)
৫. ইউপি ওয়ারিয়র্জ (লখনউ)